ঢাকা, মঙ্গলবার, ১১ ভাদ্র ১৪৩২, ২৬ আগস্ট ২০২৫, ০২ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

মুন্সীগঞ্জে পুলিশি বাধায় বিএনপির মিছিল পণ্ড

ডিস্ট্রিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৩৫, এপ্রিল ২১, ২০১৫
মুন্সীগঞ্জে পুলিশি বাধায় বিএনপির মিছিল পণ্ড

মুন্সীগঞ্জ: পুলিশের বাধার মুখে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করতে পারেনি মুন্সীগঞ্জে জেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেল ৫টার শহরের থানারপুল এলাকায় দলীয় কার্যালয় থেকে মিছিল বের করার চেষ্টা করেছিল বিএনপি নেতাকর্মীরা।



নির্বাচনী প্রচারণায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার প্রতিবাদে দেশব্যাপীর কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মুন্সীগঞ্জ জেলা বিএনপি বিক্ষোভ মিছিলের আয়োজন করে।

শহর বিএনপির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাংলানিউজকে জানান, শহরে থানারপুল এলাকার দলীয় কার্যালয় থেকে গাড়ি বহর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করার উদ্দেশে বের হওয়ার চেষ্টা করে। এ সময় পুলিশ বিএনপি নেতাকর্মীদের ভয়ভীতি দেখিয়ে দলীয় কার্যালয় থেকে বের হতে দেয়নি।

এ সময় জেলা যুবদলের সভাপতি তারিক কাসেম খান মুকুল,কাউন্সিলর তপনসহ বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সদর থানার উপ রিদর্শক (এসআই) নুরুল আমিন বাংলানিউজকে জানান, আইন-শৃঙ্খলা পরিস্থতি স্বাভাবিক রাখতে বিএনপিকে মিছিল করতে দেওয়া হয়নি।

বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৫
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।