ঢাকা, মঙ্গলবার, ১১ ভাদ্র ১৪৩২, ২৬ আগস্ট ২০২৫, ০২ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

হরতালের প্রতিবাদে দিনাজপুরে বিক্ষোভ মিছিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:২৭, এপ্রিল ২১, ২০১৫
হরতালের প্রতিবাদে দিনাজপুরে বিক্ষোভ মিছিল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

দিনাজপুর: বুধবার (২২ এপ্রিল) হরতালের প্রতিবাদে দিনাজপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে স্বেচ্ছাসেবক লীগ।

মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে বাসুনিয়াপট্টির জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে একটি মিছিল বের হয়।

মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

বিক্ষোভ মিছিল শেষে দলীয় কার্যালয় সামনে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন- জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবু ইবনে রজব, সাধারণ সম্পাদক জাকারিয়া জাকির, শহর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক শাহ মো. রেজওয়ান উর-রহমান পলাশ, শহর যুবলীগের আহ্বায়ক আশরাফুল আলম রমজান, যুগ্ম আহ্বায়ক সোহরাব হোসেন প্রমুখ।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে আরও উপস্থিত ছিলেন- জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি দুলাল উদ্দিন, আনসার আলী রাজা, আল মামুন সরকার, শামীম পারভেজ সুমন, রাশেদুল হাসান হিলু, মোকছেদুর রহমান জিয়া, দপ্তর সম্পাদক তাইজুল ইসলাম টিটু, প্রচার সম্পাদক আরিফুল ইসলাম ডলার, সহ-দপ্তর সম্পাদক নাদিম হায়দার রনি, প্রিন্স, তোফাজ্জল ও রিপন ইসলাম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮২৬ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৫
পিসি/


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।