ঢাকা, মঙ্গলবার, ১১ ভাদ্র ১৪৩২, ২৬ আগস্ট ২০২৫, ০২ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

না.গঞ্জে বিএনপির প্রতিবাদ বিক্ষোভ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৪০, এপ্রিল ২১, ২০১৫
না.গঞ্জে বিএনপির প্রতিবাদ বিক্ষোভ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নারায়ণগঞ্জ: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার প্রতিবাদে মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে নারায়ণগঞ্জ শহর প্রতিবাদ সমাবেশ ও মিছিল করেছে দলটি।

শহর বিএনপির যুগ্ম সম্পাদক ও সিটি করপোরেশনের ১২নং ওয়ার্ড কাউন্সিলর শওকত হাশেম শকুর নেতৃত্বে শহরের ডনচেম্বার এলাকায় ওই মিছিল ও সমাবেশটি হয়।

এতে শকু ছাড়া বিএনপির শীর্ষস্থানীয় কোনো নেতাকর্মীকে দেখা যায়নি।

প্রতিবাদ সমাবেশে শকু বলেন, নেত্রীকে হামলার উদ্দেশেই পেছন থেকে কাপুরুষের মতো হামলা করা হয়েছে। ঠিক এ মুহূর্তে বিএনপির সব নেতাকর্মীদের উচিত ছিল দলের ‘প্রাণ’ নেত্রীর হামলাকারীদের বিচারের দাবিতে ঐক্যবদ্ধভাবে মাঠে নেমে পড়া। কিন্তু রাজধানী ঢাকার পাশে নারায়ণগঞ্জে কোনো প্রতিবাদ না হওয়া আমাদের জন্য যেমন লজ্জার তেমনি কর্মীদের জন্য হতাশাজনক। ’

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৫
কেএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।