ঢাকা, বৃহস্পতিবার, ১৩ ভাদ্র ১৪৩২, ২৮ আগস্ট ২০২৫, ০৪ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

এ কে ফজলুল হকের মৃত্যুবার্ষিকীতে খালেদা জিয়ার শ্রদ্ধা

নিউজ ডিস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫:২৫, এপ্রিল ২৭, ২০১৫
এ কে ফজলুল হকের মৃত্যুবার্ষিকীতে খালেদা জিয়ার শ্রদ্ধা

ঢাকা: জাতীয় নেতা শেরে বাংলা এ কে ফজলুল হকের মৃত্যুবার্ষিকীতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া শ্রদ্ধা জানিয়েছেন।

রোববার (২৬ এপ্রিল) বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন স্বাক্ষরিত এক বিবৃতিতে এ কথা জানানো হয়।



বিবৃতিতে খালেদা জিয়া বলেন, শেরে বাংলা এ কে ফজলুল হক এদেশের মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে জীবনের শেষদিন পর্যন্ত সোচ্চার ছিলেন। ব্রিটিশ বিরোধী আন্দোলনে বলিষ্ঠ ভূমিকা রাখার জন্য তিনি ইতিহাসে চিরস্মরণীয় হয়ে আছেন।

ফজলুল হকের অবদান স্মরণ করে খালেদা বলেন, ঋণ সালিশী বোর্ড গঠনের মাধ্যমে এদেশের কৃষকদের ধ্বংসের হাত থেকে করেন এ কে ফজুলল হক। প্রজাস্বত্ত্ব আইন প্রণয়নের মাধ্যমে তিনি ভূমির উপর এদেশের কৃষক সমাজের অধিকার প্রতিষ্ঠায় ঐতিহাসিক ভূমিকা পালন করেন।

বিবৃতিতে বলা হয়, স্বাধীনতার চেতনা ও গণতান্ত্রিকবোধ সৃষ্টিতে ফজলুল হকের অসামান্য অবদানের কথা এদেশের মানুষ কোনদিনই ভুলবে না। দেশ এবং জাতির কল্যাণে অনন্য অবদানের জন্য ইতিহাসের পাতায় তার নাম ¯¦র্ণাক্ষরে লেখা থাকবে।

খালেদা জিয়া এ মহান নেতার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।

বাংলাদেশ সময়: ০৫২৬ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৫
কেএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।