ঢাকা, বৃহস্পতিবার, ১৩ ভাদ্র ১৪৩২, ২৮ আগস্ট ২০২৫, ০৪ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

কড়া প্রহরায় নির্বাচনী সরঞ্জাম পৌঁছালো ভোটকেন্দ্রে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৪৯, এপ্রিল ২৭, ২০১৫
কড়া প্রহরায় নির্বাচনী সরঞ্জাম পৌঁছালো ভোটকেন্দ্রে ছবি: জি এম মুজিবুর/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: পুলিশ, আনসার ব্যাটালিয়নসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর কড়া প্রহরায় নির্বাচনী সরঞ্জাম ভোটকেন্দ্রে নিয়ে গেলেন প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং অফিসাররা।

সোমবার (২৭ এপ্রিল) বেলা ১১টা রাজধানীর আজিমপুর বালিকা বিদ্যালয়ে লালবাগ বিভাগের নির্বাচনী সরঞ্জাম বিতরণ করা হয়।



এ বিভাগেরই ভোটকেন্দ্র কামরাঙ্গীচর জবেদা খাতুন প্রাথমিক বিদ্যালয়। ভোটকেন্দ্রের প্রিজাইডিং অফিসার রেজাউল করিম বয়াতি। আরও চার জন সহকারী প্রিজাইডিং অফিসারকে সঙ্গে নিয়ে নির্বাচনী সরঞ্জাম গ্রহণ করেন তিনি।

নির্বাচনী সরঞ্জামের মধ্যে রয়েছে স্বচ্ছ ব্যালট বক্স, ব্যালট পেপার, অফিসিয়াল সিল, সাদা কাগজ, কার্বন কাগজ, অমোচনীয় কালি, আইকা, মোমবাতি, দিয়াশলাই, স্ট্যাম্প প্যাড, চটের থলি, সুঁই, লোহারপাত, কলম, ছুরিসহ প্রায়
৫০ রকমের সরঞ্জাম।

নির্বাচনী সরঞ্জাম গ্রহণের পর কথা হয় রেজাউল করিম বয়াতির সঙ্গে। তিনি বাংলানিউজকে বলেন, পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রহরায় এসব সরঞ্জাম নির্বাচনী কেন্দ্রে নিয়ে যাবো। আমাদের ওপর মহান দায়িত্ব পড়ে গেল। সে লক্ষে সারারাত ভোটকেন্দ্রেই অবস্থান করবো। ভোটাররা যেন সুন্দরভাবে ভোট দিতে পারেন সেভাবে ভোটকেন্দ্র প্রস্তুত করবো।

তিনি আরও বলেন, নির্বাচনী ভোটকেন্দ্র থেকেই প্রাথমিক ফলাফল ঘোষণা করা হবে। ফলাফল ঘোষণার আগ পযর্ন্ত আমাদের দায়িত্ব শেষ হবে না।

এদিকে, নির্বাচনী সরঞ্জাম বিতরণকে কেন্দ্রে করে আজিমপুর বালিকা বিদ্যালয় নিরাপত্তার চাদরে ঢেকে ফেলেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত এসপি প্রিজাইডিং অফিসারদের কাছে নির্বাচনী সরঞ্জাম বুঝিয়ে দেন।

বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৫
এমআইএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।