ঢাকা, বৃহস্পতিবার, ১৩ ভাদ্র ১৪৩২, ২৮ আগস্ট ২০২৫, ০৪ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

ভোট কেনার সময় বিএনপির আরও ২ এজেন্ট আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:১৫, এপ্রিল ২৭, ২০১৫
ভোট কেনার সময় বিএনপির আরও ২ এজেন্ট আটক ছবি: প্রতীকী

ঢাকা: রাজধানীর বিভিন্ন এলাকায় নগদ অর্থ দিয়ে ভোট কেনার চেষ্টাকালে বিএনপি ও এর সহযোগী সংগঠনের দুই নেতাকর্মীকে টাকাসহ হাতেনাতে আটক করেছে পুলিশ।

রোববার (২৭ এপ্রিল) দিনগত রাতে হাজারীবাগ ও খিলক্ষেত থেকে তাদের আটক করা হয়।



আটক দু’জন হলেন- খিলক্ষেত থানা বিএনপির কর্মী ফিরোজ মিয়া ও হাজারীবাগ থানা যুবদলের সহ-সভাপতি মোহাম্মদ আলাউদ্দিন ।

তাদের আটকের সত্যতা বাংলানিউজকে নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পাবলিক অ্যান্ড মিডিয়া সেন্টারের উপ-পুলিশ কমিশনার এস এম জাহাঙ্গীর আলম সরকার।

তিনি জানান, রাতে হাজারীবাগ থানার গনকটুলী এলাকায় নগদ টাকা দিয়ে ভোট ক্রয়কালে হাতেনাতে আটক হন যুবদলের সহ-সভাপতি আলাউদ্দিন। এসময় তার কাছ থেকে ২৫ হাজার ৫’শ টাকা জব্ধ করা হয়।

তিনি আরও জানান, এরপর ভোররাত ৪টায় খিলক্ষেত থানার মধ্যপাড়া এলাকায় নগদ টাকা দিয়ে ভোটারদের কাছ থেকে ভোট কেনার চেষ্টাকালে বিএনপিকর্মী ফিরোজ মিয়াকে হাতেনাতে আটক করে খিলক্ষেত থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে ১৫ হাজার ৫’শ টাকা জব্ধ করা হয়।

এ দু’জনকে আটকের খবর জানার আগে সকালেই মগবাজারের নয়াটোলার চল্লিশ ঘর বস্তি এলাকা থেকে নগদ টাকাসহ মাসুদ হোসেন নামে একজনকে আটক করা হয়। তিনি ডিএনসিসিতে মেয়র প্রার্থী তাবিথ আউয়াল ও ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী শেখ আমির হোসেনের পক্ষে কাজ কাজ করছিলেন।

বাংলাদেশ সময়: ১৩১৫ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৫
এনএইচএফ/এইচএ/

** টাকা বিলানোর সময় বিএনপি প্রার্থীর এজেন্ট হাতেনাতে আটক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।