ঢাকা, বৃহস্পতিবার, ১৩ ভাদ্র ১৪৩২, ২৮ আগস্ট ২০২৫, ০৪ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

ইসির কাছে নিরাপত্তা চেয়েছে তাবিথ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:১১, এপ্রিল ২৭, ২০১৫
ইসির কাছে নিরাপত্তা চেয়েছে তাবিথ তাবিথ আউয়াল

ঢাকা: বিএনপি সমর্থিত ঢাকা উত্তর সিটি নির্বাচনের মেয়রপ্রার্থী তাবিথ আউয়াল নিরাপত্তা চেয়ে নির্বাচন কমিশনে (ইসি) চিঠি দিয়েছেন।
 
সোমবার (২৭ এপ্রিল) রিটার্নিং কর্মকর্তার মাধ্যমে তিনি এ চিঠি দেন।

চিঠিটির অনুলিপি স্বরাষ্ট্র সচিবকেও পাঠিয়েছেন তাবিথ।
 
এতে উল্লেখ রয়েছে, ‘বর্তমান সহিংস পরিস্থিতিতে আমি নিজেকে অনিরাপদ বোধ করছি। এছাড়া সশস্ত্র নিরাপত্তা ছাড়া নিরাপত্তাহীন মনে করছি। তাই ব্যক্তিগত নিরাপত্তা রক্ষায় ২৯ এপ্রিল পর্যন্ত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ করছি’।
 
আদর্শ ঢাকা আন্দোলন সমর্থিত কয়েক কাউন্সিলরকে হুমকি এবং প্রচারণার সময় বিএনপি সমর্থকদের ভয়ভীতি প্রদর্শনের কথাও চিঠিতে উল্লেখ করেছেন উত্তরের এ মেয়র প্রার্থী। তবে সোমবার বিকেল পর্যন্ত তাবিথের নিরাপত্তা দেওয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি ইসি।
 
বাংলাদেশ সময়: ১৮১২ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৫
ইইউডি/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।