ঢাকা, বৃহস্পতিবার, ১৩ ভাদ্র ১৪৩২, ২৮ আগস্ট ২০২৫, ০৪ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

‘পরাজয় জেনেই মিথ্যাচার করছেন খালেদা’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৫৫, এপ্রিল ২৭, ২০১৫
‘পরাজয় জেনেই মিথ্যাচার করছেন খালেদা’

ঢাকা: সিটি নির্বাচনে পরাজয় জেনেই খালেদা জিয়া মিথ্যাচারের মাধ্যমে মানুষকে বিভ্রান্ত করতে চাইছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ও শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

সোমবার(২৭ এপ্রিল’২০১৫) বিকেলে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে দলের পক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।



আমির হোসেন আমু বলেন, নির্বাচনে পরাজয় জেনেই খালেদা জিয়া মিথ্যাচার করে মানুষকে বিভ্রান্ত করতে চাচ্ছেন। তিনি আন্দোলনের হুমকি দিচ্ছেন। মামলা থেকে বাঁচার জন্য তিনি বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করতে চাইছেন। পেট্রোল বোমার আন্দোলনে বিফল হয়ে নির্বাচনে এসেছেন। নির্বাচন বানচাল করে আবার কোনো বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করা যায় কিনা। এই দেশে উনি আবার অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চান।

আমু বলেন, উনি(খালেদা) নির্বাচনের আগে এক কথা বলেন; নির্বাচনের পরে আরেক কথা বলেন। তিনি বুঝতে পেরেছেন উনার প্রার্থীদের ভরাডুবি হবে। উনি দলীয় ব্যর্থতার কারণে প্রার্থী দিতে পারেননি। চট্টগ্রামের আমির খসরু মাহমুদ ও আব্দুল্লাহ আল নোমানকে প্রার্থী করতে পারেননি। আবদুল আউয়াল মিন্টু ছিলো তার দলের প্রার্থী। কিন্তু সে কোনো কারণে প্রার্থী হতে পারেনি। তার ছেলে না কে প্রার্থী হয়েছে। তাকে কেউ চেনে না।

খালেদা জিয়াকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, নিজেকে সংশোধন করুন। মিথ্যাচারের কারণে মানুষ আপনাকে প্রত্যাখান করেছে।

এ সময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমদ, মাহবুব উল আলম হানিফ, দীপু মনি, আহমদ হোসেন, খালিদ মাহমুদ চৌধুরী, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, আবদুল মান্নান খান,  আবদুস সোবহান গোলাপ, অসীম কুমার উকিল, বদিউজ্জামান ভুইয়া ডাবলু, আফজাল হোসেন, আক্তারুজ্জামান, এনামুল হক শামীম, সুজিত রায় নন্দী, আবদুর রহমান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৫
এমইউএম/এনএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।