ঢাকা: বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী সালাহউদ্দিন কাদের চৌধুরীর ছোট ভাই এবং বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর বড় ভাই সাইফুদ্দিন কাদের চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।
খালেদা জিয়া সাইফুদ্দিন কাদের চৌধুরী’র বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।
বুধবার(২৯ এপ্রিল’২০১৫) সকালে চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তার মৃত্যু হয়। (ইন্না লিল্লাহে.... রাজিউন)। তার বয়স হয়েছিল ৬৫ বছর।
অপর এক শোকবার্তায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী ও ঢাকার সাবেক মেয়র মির্জা আব্বাস তার মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন।
বাংলাদেশ সময়: ১৫০২ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৫
এনএস/