ঢাকা, শনিবার, ১৫ ভাদ্র ১৪৩২, ৩০ আগস্ট ২০২৫, ০৬ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

সাইফুদ্দিন কাদের চৌধুরীর মৃত্যুতে খালেদা জিয়ার শোক

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:০৪, এপ্রিল ২৯, ২০১৫
সাইফুদ্দিন কাদের চৌধুরীর মৃত্যুতে খালেদা জিয়ার শোক বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া

ঢাকা: বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী সালাহউদ্দিন কাদের চৌধুরীর ছোট ভাই এবং বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর বড় ভাই সাইফুদ্দিন কাদের চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।

খালেদা জিয়া সাইফুদ্দিন কাদের চৌধুরী’র বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।

পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন ও গুণগ্রাহীদের প্রতি গভীর সহমর্মিতা ও সমবেদনা জ্ঞাপন করেন।

বুধবার(২৯ এপ্রিল’২০১৫) সকালে চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তার মৃত্যু হয়। (ইন্না লিল্লাহে....  রাজিউন)। তার বয়স হয়েছিল ৬৫ বছর।

অপর এক শোকবার্তায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী ও ঢাকার সাবেক মেয়র মির্জা আব্বাস তার মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন।

বাংলাদেশ সময়: ১৫০২ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৫
এনএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।