ঢাকা, শনিবার, ১৫ ভাদ্র ১৪৩২, ৩০ আগস্ট ২০২৫, ০৬ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

মহান মে দিবস পালনের আহ্বান জামায়াতের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:০১, এপ্রিল ২৯, ২০১৫
মহান মে দিবস পালনের আহ্বান জামায়াতের

ঢাকা: পহেলা মে ‘মহান মে দিবস’ পালনে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
 
বুধবার (২৯ এপ্রিল) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ এ আহ্বান জানান।


 
বিবৃতিতে তিনি বলেন, পহেলা মে শ্রমিক সমাজ তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য আত্মত্যাগের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছিলো। শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের সে আন্দোলন আজও সফলতা পায়নি।
 
বিবৃতিতে তিনি যথাযথ মর্যাদায় ‘মহান মে দিবস’ পালনের জন্য শ্রমজীবী মানুষ ও দেশবাসীর প্রতি আহ্বান জানান।

১৮৮৬ সালের পহেলা মে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে শ্রমের উপযুক্ত মূল্য ও দৈনিক আট ঘণ্টা কাজের দাবিতে আন্দোলন করে শ্রমিকরা। এক পর্যায়ে আন্দোলনরত শ্রমিকদের ওপর গুলি চালায় পুলিশ। এতে বহু শ্রমিক নিহত ও আহত হন। দাবি আদায়ের জন্য সেদিন শ্রমিকদের বুকের তাজ রক্ত রঞ্জিত হয়েছিলো
শিকাগোর রাজপথ।

পরবর্তীতে ১৮৮৯ সালের ১৪ জুলাই প্যারিসে অনুষ্ঠিত দ্বিতীয় আন্তর্জাতিক শ্রমিক সম্মেলনে শিকাগোর রক্তঝরা অর্জনকে স্বীকৃতি দিয়ে পহেলা মে ‘আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস’ হিসেবে ঘোষণা করা হয়। ১৮৯০ সাল থেকে প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশে দিনটিকে ‘মে দিবস’ হিসেবে পালন করা হয়।
 
বাংলাদেশ সময়: ২১০১ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৫
এলকে/আরএম/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।