ঢাকা, শনিবার, ১৫ ভাদ্র ১৪৩২, ৩০ আগস্ট ২০২৫, ০৬ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

‘সিটি নির্বাচনে বিএনপির মেরুদণ্ড ভেঙে গেছে’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৫৯, মে ১, ২০১৫
‘সিটি নির্বাচনে বিএনপির মেরুদণ্ড ভেঙে গেছে’ ছবি: শাকিল / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয় সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, সিটি নির্বাচনে বিএনপি যথাযথ ভাবে অংশগ্রহণ করতে পারেনি। অংশগ্রহণ করেও তারা নির্বাচন বর্জন করেছে।

এতে করে বিএনপির মেরুদণ্ড ভেঙে গেছে।

শুক্রবার (১ মে) বেলা সাড়ে ১১ টায় জাতীয় প্রেসক্লাবের হল রুমে মহান মে দিবস উপলক্ষে আওয়ামী হকার্স লীগের এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন।

তিনি বলেন, ১৯৪৯ সালে আওয়ামী লীগের জন্ম হয়েছিল কৃষকদের কল্যাণের জন্য। সেই ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা চেষ্টা করে যাচ্ছেন। মে দিবস শ্রমিকদের জন্য গুরুত্বপূর্ণ দিন।

সিটি করপোরেশন নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র, উন্নয়ন, সমৃদ্ধি আর অগ্রগতির বিজয় হয়েছে বলে মনে করেন হাছান মাহমুদ।

তিনি বলেন, বিএনপি সিটি করপোরেশন নির্বাচনে পরাজিত হবে বুঝতে পেরে নির্বাচনের আগের ভোট বর্জনের সিদ্ধান্ত নেয়। তাই পরিকল্পনা মাফিক বেলা সাড়ে ১১টায় চট্টগ্রামে এবং দুপুর ১২টায় ঢাকায় নির্বাচন বর্জন করে।

তার মতে, সিটি নির্বাচনের মাধ্যমে বিএনপির মেরুদণ্ড ভেঙে গেছে। তারা আবার ঠিকমতো দাঁড়াতে পারবে কিনা সেটা কারো জানা নেই।

হকার্স লীগের নেতাকর্মীদের আশা স্বরূপ হাছান মাহমুদ বলেন, নবনির্বাচিত সিটি করপোরেশনের মেয়রদের অনুরোধ করছি রাস্তার হকারদের যেন উচ্ছেদ না করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আওয়ামী হকার্স লীগের সভাপতি এস. এম জাকারিয়া হানিফ।

বাংলাদেশ সময়: ১৩৫৮ ঘণ্টা, মে ০১, ২০১৫
এনএইচএফ/কেএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।