ঢাকা, শনিবার, ১৫ ভাদ্র ১৪৩২, ৩০ আগস্ট ২০২৫, ০৬ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

রাবির ৩ শিবির নেতাকর্মীকে আটকের অভিযোগ

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৩২, মে ১, ২০১৫
রাবির ৩ শিবির নেতাকর্মীকে আটকের অভিযোগ

রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা শিবিরের শিক্ষা সম্পাদক আব্দুল্লাহ আল মামুন ও দুই কর্মীকে পুলিশ আটক করেছে বলে সংগঠনটির পক্ষ অভিযোগ করা হয়েছে।  
 
শুক্রবার (০১ মে) দুপুর ১২টার দিকে রাজশাহী শহরের বালিয়াপুকুর এলাকায় নিজ বাসা থেকে গোয়েন্দা পুলিশ (ডিবি) তাদের আটক করে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি করেছে সংগঠনটি।

তবে, আটকের বিষয়টি অস্বীকার করেছে পুলিশ।
 
সন্ধ্যায় রাবি শিবিরের সভাপতি শোয়েব শাহরিয়ার ও সেক্রেটারি হাসান তারিক স্বাক্ষরিত এ সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রাবি শাখা শিবিরের শিক্ষা সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, শিবির কর্মী যায়েদ ও সুমনকে দুপুর ১২টার দিকে মহানগর ডিবি পুলিশের একটি দল বাসা থেকে আটক করে নিয়ে যায়। বিষয়টি জানতে থানায় খোঁজ নিলে পুলিশ আটকের কথা অস্বীকার করে। বিবৃতিতে এ ঘটনার নিন্দা জানিয়ে দ্রুত আটকদের আদালতে হাজির করার দাবি জানান তারা।
 
রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ইফতেখায়ের আলম আটকের বিষয়টি অস্বীকার করে বাংলানিউজকে বলেন, শিবির বা রাজনৈতিক কাউকে শুক্রবার আটক করা হয় নি।
 
বাংলাদেশ সময়: ২১০২ ঘণ্টা, মে ০১, ২০১৫    
এমজেড   

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।