ঢাকা, শনিবার, ১৫ ভাদ্র ১৪৩২, ৩০ আগস্ট ২০২৫, ০৬ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

বিনা কারণে আন্দোলন করলে কঠোর হাতে দমন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:০৭, মে ২, ২০১৫
বিনা কারণে আন্দোলন করলে কঠোর হাতে দমন তথ্য মন্ত্রী হাসানুল হক ইনু

আশুলিয়া(ঢাকা): তথ্য মন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বিনা কারণে দেশে আন্দোলন করলে বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের কঠোর হাতে দমন করা হবে।

শুক্রবার (১ মে) সন্ধ্যায় সাভারের আশুলিয়ায় বঙ্গবন্ধু সড়কে বোধিজ্ঞান ভাবনা কেন্দ্র (বৌদ্ধ বিহারে) এলাকার গরিব অসহায় লোকজনের জন্য ফ্রি দাতব্য চিকিৎসা কেন্দ্র উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।



তথ্য মন্ত্রী বলেন, খালেদা জিয়া সিটি কর্পোরেশন নির্বাচনে পরাজয় জেনে নির্বাচন বর্জন করেছেন। ধর্মের দোহাই দিয়ে তিনি সাধারণ মানুষকে হত্যা করছেন। বাংলাদেশে আরো কোন দিন খালেদা জিয়া ক্ষমতায় যেতে পারবেনা। জনগণ তার সঙ্গে নেই।

এসময় তিনি আরো বলেন, বিনা কারণে দেশে আন্দোলন করলে বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের কঠোর হাতে দমন করা হবে।

বৌদ্ধ বিহারের সভাপতি অসিন জিন রক্ষিতের সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন-সাবেক শিল্পমন্ত্রী দিলিপ বডুয়া, বিশিষ্ট শিল্পপতি সাহাবুদ্দিন মাতাব্বর, ইউপি সদস্য হোসেন আলী, জয়নাল মাস্টার, যুবলীগ নেতা নজরুল মুন্সী, আলমগীর মাতাব্বরসহ বৌদ্ধ ধর্মাবলম্বীরা।

বাংলাদেশ সময়: ০১০৭ ঘণ্টা, মে ০২, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।