ঢাকা, রবিবার, ১৬ ভাদ্র ১৪৩২, ৩১ আগস্ট ২০২৫, ০৭ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

বৌদ্ধদের সঙ্গে খালেদার শুভেচ্ছা বিনিময় রোববার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:২৪, মে ২, ২০১৫
বৌদ্ধদের সঙ্গে খালেদার শুভেচ্ছা বিনিময় রোববার বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া

ঢাকা: বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে রোববার (০৩ মে) রাতে শুভেচ্ছা বিনিময় করবেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।
 
ওইদিন রাত ৮টায় গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হবে বলে বাংলানিউজকে জানান খালেদা জিয়ার প্রেস উইং কর্মকর্তা শায়রুল কবীর খান।


 
শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বৌদ্ধ সম্প্রদায়ের ধর্মগুরুসহ বৌদ্ধ ধর্মাবলম্বী নানা শ্রেণি পেশার লোক উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
 
মুসলমানদের ঈদ, সনাতন ধর্মাবলম্বীদের পূজা, খ্রিস্টান সম্প্রদায়ের বড় দিন এবং বৌদ্ধ সম্প্রদায়ের বুদ্ধ পূর্ণিমায় প্রতি বছরই শুভেচ্ছা বিনিময়ের আয়োজন করেন খালেদা জিয়া। এরই ধারাবাহিকতায় রোববারের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছেন তিনি।
 
বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, মে ০২, ২০১৫
এজেড/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।