ঢাকা, রবিবার, ১৬ ভাদ্র ১৪৩২, ৩১ আগস্ট ২০২৫, ০৭ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুতি রয়েছে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:২৬, মে ২, ২০১৫
ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুতি রয়েছে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া

চাঁদপুর: বাংলাদেশের ভূমিকম্প মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।

শনিবার (০২ মে) দুপুরে চাঁদপুরের মতলব উপজেলার উত্তরে দশানী মোহনপুর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের পুনর্মিলনী অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।



তিনি বলেন, আমাদের দেশে ভূমিকম্প হওয়ার আশঙ্কা কম। আল্লাহর রহমতে বাংলাদেশে ভূমিকম্প হবে না। আর হলেও ভূমিকম্প পরবর্তী উদ্ধার ও অন্যান্য প্রস্তুতি রয়েছে সরকারের। তাছাড়া ভূমিকম্প সময়কালে করণীয় বিষয়ে দেশবাসীকে সতর্ক করতে নানা প্রস্তুতি নিয়েছে সরকার।

তিনি আরো বলেন, ভূমিকম্প প্রাকৃতিক দুর্যোগ। এতে কারো কোনো হাত নেই। ক্ষয়ক্ষতি যাতে না হয় বা কম হয় সে ব্যাপারে প্রস্তুতি নিতে হবে।

অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬২৩ ঘণ্টা, মে ০২, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।