ব্রাহ্মণবাড়িয়া: মানুষকে পুড়িয়ে মেরে রাজনীতি করার কোনো অধিকার বিএনপির নেই বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।
শনিবার (০২ মে) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ পৌর মিলনায়তনে কৃতি শিক্ষার্থীদের বৃত্তি ও সনদপত্র প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
ঢাকাস্থ ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা সমিতি আয়োজিত এ অনুষ্ঠানে মন্ত্রী বলেন, রাজনৈতিক দলের গণতান্ত্রিক অধিকার সুস্থধারার রাজনীতি করা, কিন্তু বিএনপি রাজনীতির নামে মানুষ পুড়িয়ে মারছে।
মন্ত্রী বলেন, তিন মাসে বিএনপি আন্দোলনের নামে বহু মানুষকে পুড়িয়ে হত্যা করেছে। তারা অসংখ্য স্কুল আগুনে পুড়িয়ে দিয়ে বাংলাদেশেকে মেধাশূন্য করে একটি অকার্যকর রাষ্ট্র বানানোর ষড়যন্ত্র করেছে।
তিনি বলেন, বিএনপির ধ্বংসাত্বক রাজনীতির জন্য দেশের জনগণ তাদের ধিক্কার জানাচ্ছে। এতে বিএনপির জনপ্রিয়তা শূন্যের কোটায় নেমে এসেছে।
কামরুল ইসলাম বলেন, বিদেশি যে বন্ধুরা বিএনপির পাশে ছিল, তারাও জ্বালাও-পোড়াও রাজনীতির জন্য বিএনপিকে ধিক্কার জানাচ্ছে।
পদ্মাসেতু প্রসঙ্গে খাদ্যমন্ত্রী বলেন, আমরা নিজেদের অর্থায়নে পদ্মা সেতুর কাজ শুরু করেছি, আমরা স্বপ্ন দেখছি ২০১৮ সালের মধ্যেই পদ্মা সেতু দিয়ে যানবাহন চলাচল করবে।
সমিতির সভাপতি রোটারিয়ান আলমগীর মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ফাহিমা খাতুন, ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মনিরুজ্জামান, পৌরসভার মেয়র হেলাল উদ্দিন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার প্রমুখ।
আলোচনা সভা শেষে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসার ৫৩ জন কৃতি শিক্ষার্থীর মধ্যে বৃত্তি ও সনদপত্র প্রদান করেন অতিথিরা।
বাংলাদেশ সময়: ১৭৫৮ ঘণ্টা, মে ০২, ২০১৫
এমজেড