ঢাকা, মঙ্গলবার, ১১ ভাদ্র ১৪৩২, ২৬ আগস্ট ২০২৫, ০২ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

দিনাজপুরে জামায়াত-শিবিরের ৯ কর্মী কারাগারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:১০, ডিসেম্বর ২৩, ২০১৫
দিনাজপুরে জামায়াত-শিবিরের ৯ কর্মী কারাগারে

দিনাজপুর: দিনাজপুরে নাশকতা মামলায় জামায়াত-শিবিরের নয় কর্মীকে কারাগারে পাঠানো হয়েছে।

বুধবার (২৩ ডিসেম্বর) দুপুরে তারা ‍আদালতে আত্মসমপর্ণ করে জামিনের আবেদন করলে জেলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রেজাউল বারী আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।



তারা হলেন- জামায়াত-শিবিরের কর্মী- আজিজুল ইসলাম (৪৫), এরফান আলী (২৫), হুমায়ুন কবির (২২), সৈয়দ আলী (৪৭), এরমাদুর হক (২৮), শরিফুল ইসলাম (৩২), নুরুল হুদা (৩৫), জাফর এমাম (৫০) ও হাবিবুল হক (৩২)।

দিনাজপুর আদালত পুলিশ পরিদর্শক আবু সাঈদ সরকার বাংলানিউজকে বলেন, নাশকতার অভিযোগে দায়েরকৃত মামলায় দীর্ঘদিন পলাতক থাকার পর বুধবার জামায়াত-শিবিরের নয় কর্মী দিনাজপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রেজাউল বারীর আদালতে আত্মসমপর্ণ করে জামিনের আবেদন করেন। পরে আদালত তাদের আবেদন নামঞ্জুর করে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তাদের কারাগারে পাঠানোর প্রস্ততি চলছে বলেও তিনি জানান।

বাংলাদেশ সময়: ১৯০৭ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৫
এএটি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।