ঢাকা, শনিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৭ মে ২০২৫, ১৯ জিলকদ ১৪৪৬

রাজনীতি

তানোরের মেয়র মিজানুর রাজশাহীতে আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১৪, জানুয়ারি ২০, ২০১৬
তানোরের মেয়র মিজানুর রাজশাহীতে আটক মিজানুর রহমান

রাজশাহীর: রাজশাহীর তানোর পৌরসভার নবনির্বাচিত মেয়র যুবদল নেতা মিজানুর রহমানকে আটক করা হয়েছে।

বুধবার (২০ জানুয়ারি) দুপুর সোয়া ২টার দিকে মহানগরীর সাহেববাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।



বিকেল সোয়া ৩টার সময় রাজশাহী শিল্পকলা একাডেমি মিলনায়তনে মেয়র হিসেবে শপথ গ্রহণের কথা ছিল তার।

রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদত হোসেন তাকে আটকের তথ্য নিশ্চিত করেন।

ওসি শাহাদত হোসেন জানান, আটক মিজানুর রহমানের বিরুদ্ধে ২০১৫ সালের ৫ জানুয়ারির পর সরকারবিরোধী আন্দোলনে নাশকতার ঘটনায় পুলিশের দায়ের করা মামলা রয়েছে।

তবে রাজশাহীর তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, রাজশাহীতে গিয়ে আটক হলেও এ ব্যাপারে দুপুর ৩টা পর্যন্ত তার কাছে কোনো তথ্য পৌঁছেনি।

তিনি বর্তমানে লাঞ্চে বাইরে আছেন বলেও জানান ওসি।

বাংলাদেশ সময় : ১৬১৫ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৬
এসএস/ওএইচ/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।