ঢাকা, রবিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

রাজনীতি

পিরোজপুরে বিএনপির দুই গ্রুপের পাল্টা কমিটি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:১০, জানুয়ারি ৩০, ২০১৬
পিরোজপুরে বিএনপির দুই গ্রুপের পাল্টা কমিটি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

পিরোজপুর: পিরোজপুর সদর উপজেলা বিএনপির দুই পক্ষ পাল্টাপাল্টি সম্মেলন ও কমিটি ঘোষণা ঘোষণা করেছে।

শনিবার (৩০ জানুয়ারি) দুপুর ১২টায় শহরের রয়েল কমিউনিটি সেন্টারে একপক্ষের সম্মেলনের উদ্বোধন করেন জেলা বিএনপির সভাপতি গাজী নুরুজ্জামান বাবুল।



এতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক আলমগীর হোসেন। সম্মেলন শেষে মহিউদ্দিন মল্লিককে সভাপতি ও গাজী ওয়াহিদুজ্জামানকে সাধারণ সম্পাদক এবং গাজী তোফাজ্জেল হোসেনকে সাংগঠনিক সম্পাদক করে কমিটি নতুন ঘোষণা করা হয়।
অপরদিকে, সকালে জেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত সম্মেলনের উদ্বোধন করেন জেলা বিএনপির সহসভাপতি নজরুল ইসলাম খান।

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সহ সভাপতি এমডি লিয়াকত আলী শেখ বাদশা ও প্রধান বক্তা ছিলেন সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম কিসমত।

সম্মেলন শেষে সন্ধ্যায় নাসির উদ্দিন বাচ্চুকে সভাপতি, কামাল উদ্দিন খানকে সাধারণ সম্পাদক ও বাবুল খানকে সাংগঠনিক সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা করা হয়।

বাংলাদেশ সময়: ১৯০৭ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।