ঢাকা, রবিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

রাজনীতি

দুর্গাপুরে জামায়াতের সাবেক আমির-নারী কর্মীসহ আটক ১৩

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:০৩, ফেব্রুয়ারি ৫, ২০১৬
দুর্গাপুরে জামায়াতের সাবেক আমির-নারী কর্মীসহ আটক ১৩

রাজশাহী: গোপন বৈঠক চলাকালে রাজশাহী জেলার দুর্গাপুর থেকে উপজেলা জামায়াতের সাবেক আমির হাফেজ মোহাম্মদ নুরুজ্জামান ও ১০ নারী কর্মীসহ মোট ১৩ জনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (০৫ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার সিংগা গ্রামের একটি বাড়ি থেকে তাদের আটক করা হয়।

এসময় তাদের কাছ থেকে বেশ কিছু জিহাদি বই পাওয়া গেছে।

রাজশাহীর দুর্গাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আবু জাফর জানান, নাশকতার অভিযোগে একাধিক মামলার আসামি নুরুজ্জামান জামিনে ছিলেন। শুক্রবার গোপন বৈঠকের খবর পেয়ে দুর্গাপুর থানা পুলিশ অভিযান চালিয়ে নুরুজ্জামান ও ১০ নারী কর্মীসহ জামায়াত-শিবিরের মোট ১৩ জনকে আটক করে থানায় নিয়ে আসা হয়। বর্তমানে তাদের থানা হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৬৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৬
এসএস/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।