ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

কেন্দ্রীয় কারাগার থেকে মির্জা আব্বাস ঢামেকে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৬
কেন্দ্রীয় কারাগার থেকে মির্জা আব্বাস ঢামেকে মির্জা আব্বাস

ঢাকা: ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বর্হিবিভাগে পাঠানো হয়েছে।

শনিবার (০৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ও কারারক্ষীদের কঠোর নিরাপত্তায় তাকে ঢামেকে পাঠানো হয়।



এ বিষয়ে কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার জাহাঙ্গীর কবির বাংলানিউজকে জানান, উচ্চমাত্রা ডায়াবেটিস ও মেরুদণ্ডের হাড় ক্ষয়জনিত কারণে তাকে হাসপাতালে পাঠানো হয়েছে।

এর আগে গত ৬ জানুয়ারি (বুধবার) সকালে বিএনপি নেতা মির্জা আব্বাস মতিঝিল ও পল্টন থানার দুই মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে শুনানি শেষে বিচারক তাকে কারাগারে পাঠান।

বাংলাদেশ সময়: ১১১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৬
এজেডএস/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।