ঢাকা, রবিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

রাজনীতি

পাবনায় যুবদল নেতাকে হত্যা, কেন্দ্রীয় কমিটির নিন্দা

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৩৬, ফেব্রুয়ারি ৭, ২০১৬
পাবনায় যুবদল নেতাকে হত্যা, কেন্দ্রীয় কমিটির নিন্দা

ঢাকা: পাবনার ফরিদপুর উপজেলা কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম লিটন হত্যার ঘটনায় নিন্দা জানিয়েছে কেন্দ্রীয় যুবদল।

রোববার (০৭ ফেব্রুয়ারি) সংবাদ মাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে যুবদল সভাপতি অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ও সাধারণ সম্পাদক সাইফুল আলম নীরব সংগঠনের পক্ষে এ নিন্দা জানান।



বিজ্ঞপ্তিতে বলা হয়, এই সরকারের হত্যার রাজনীতির দিন শেষ হয়ে আসছে। জনগণ এই সরকারের হত্যা, গুমসহ সকল নির্যাতনের কঠিন জবাব দেবে।

লিটনের হত্যাকারীদের গ্রেফতারের দাবিও জানানো হয় বিজ্ঞপ্তিতে।

বাংলাদেশ সময়: ১৭৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৬
ওএইচ/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।