ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

‘দেশে একদলীয় শাসন ব্যবস্থা চলছে’

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৬
‘দেশে একদলীয় শাসন ব্যবস্থা চলছে’ ছবি: পিয়াস/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: দেশে একদলীয় শাসন ব্যবস্থা চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান।  

জাতীয়তাবাদী তাঁতী দলের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় রাজধানীর শেরে বাংলানগরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ অভিযোগ করেন।


 
নোমান বলেন, আমাদের কথা বলতে দেওয়া হচ্ছে না। গণতন্ত্র আজ নির্বাসিত। চলছে একদলীয় শাসন ব্যবস্থা। আমরা কথা বললেই চলছে জেল-জুলুম, অত্যাচার নির্যাতন আর নিপীড়ন।  

বিএনপির এ ভাইস চেয়ারম্যান বলেন, বিএনপি পুনর্গঠিত ও শক্তিশালী হোক, তা সরকার চাইছে না। দলকে ঢেলে সাজাতে আমরা কাউন্সিল করতে চাইছি। কিন্তু সরকার এ ক্ষেত্রেও বাগড়া দিচ্ছে। কাউন্সিল করার স্থান অনুমোদন দিচ্ছে না।

নোমান বলেন, গণতন্ত্রের স্বার্থে আমরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নিচ্ছি। কিন্তু আমরা জানি সরকার অতীতের মতো ভোট কারচুপি করে বিরোধীদলের জয় ছিনিয়ে নেবে।

এসময় উপস্থিত ছিলেন তাঁতী দলের সভাপতি হুমায়ুন কবির খান, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, বিএনপির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক জন গোমেজ, বিএনপির সহ-আইন বিষয়ক সম্পাদক ওলিয়ার রহমান, তাঁতী দলের যুগ্ম-মহাসচিব দেলোয়ার হোসেন মাতুব্বর, ঢাকা উত্তর ‍তাঁতী দলের সদস্য সচিব খোকন শিকদার, হবিগঞ্জ জেলা আহ্বায়ক অ্যাডভোকেট কামরুল ইসলাম চৌধুরী প্রমুখ।

আরও উপস্থিত ছিলেন রাজধানীর বিভিন্ন ওয়ার্ড থেকে আসা তাঁতী দলের জেলা ও উপজেলা শাখার নেতাকর্মী এবং বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এর আগে তাঁতী দলের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে যান বিএনপির যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ।

বাংলাদেশ সময়: ১২০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৬/আপডেট ১৫২৬ ঘণ্টা
এসএস/বিএস/এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।