ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

খুলনা মহানগর বিএনপির সম্মেলন ৫ মার্চ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৬
খুলনা মহানগর বিএনপির সম্মেলন ৫ মার্চ

খুলনা: খুলনা মহানগর বিএনপির সম্মেলন ও কাউন্সিলের তারিখ পরিবর্তন করে ২ মার্চের পরিবর্তে ৫ মার্চ (শনিবার) নির্ধারণ করা হয়েছে। কেন্দ্রীয় কমিটির নির্দেশনা অনুযায়ী এ সম্মেলনের তারিখ নির্ধারিত করা হয়েছে বলে মহানগর বিএনপির সমন্বয় সভায় জানানো হয়েছে।



সম্মেলন সফল করার লক্ষ্যে বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় কে ডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ে মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জুর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
 
সম্মেলনে কেন্দ্রীয় শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত থাকবেন বলে সভায় জানানো হয়।

সভায় খানজাহান আলী থানা বিএনপির পূর্ব নির্ধারিত সম্মেলনের তারিখ ২৩ ফেব্রুয়ারির পরিবর্তে ২৮ ফেব্রুয়ারি পুনর্নির্ধারণ করা হয়। ইউনিয়ন পরিষদ নির্বাচনের মনোনয়নপত্র বাছাইয়ের কারণে সম্মেলনের তারিখ পরিবর্তন করা হয়েছে বলে জানানো হয়।

এছাড়া মহানগর বিএনপির সম্মেলন ও কাউন্সিলর সফল করতে নতুন আরো চারটি উপ কমিটি গঠন করা হয়। সেগুলো হলো- আপ্যায়ন উপ কমিটি: আহ্বায়ক জলিল খান কালাম, সদস্য সচিব কাউন্সিলর শেখ হাফিজুর রহমান, যুগ্ম আহ্বায়ক নিজাম উর রহমান লালু।

প্রচার উপ কমিটি: আহ্বায়ক শেখ মোশারফ হোসেন, সদস্য সচিব আসাদুজ্জামান মুরাদ, যুগ্ম আহ্বায়ক এহতেশামুল হক শাওন।

অভ্যর্থনা উপ কমিটি: আহ্বায়ক অ্যাড. এস আর ফারুক, যুগ্ম আহ্বায়ক স ম আব্দুর রহমান ও রেহানা ঈসা। মঞ্চ, ভেন্যু ও সাজসজ্জা উপ কমিটি: আহ্বায়ক কাউন্সিলর মাহবুব কায়সার, সদস্য সচিব শফিকুল আলম তুহিন।

দলের সিনিয়র নেতারা, অঙ্গ সংগঠনের সিনিয়র নেতারা এবং দলীয় কাউন্সিলররা বিভিন্ন উপ কমিটিতে দায়িত্বে থাকবেন বলে সভায় সিদ্ধান্ত নেওয়া হয়।

মহানগর বিএনপি ও ৫ থানার কাউন্সিল সফল করতে ইতিপূর্বে গঠিত নির্বাচন কমিশনের অধীনে মহানগর বিএনপির সম্পাদক ও সহ সম্পাদকদের মধ্য থেকে প্রয়োজনীয় সংখ্যক নির্বাচনী কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে।

সভা থেকে ক্ষুদ্র ব্যক্তি ও গোষ্ঠী স্বার্থ ভুলে, সব মতভেদ, মতদ্বৈততাকে পেছনে ফেলে দলের বৃহত্তর স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থেকে বিএনপিকে আরো শক্তিশালী করার এবং আগামী দিনের কঠোর আন্দোলনের উপযোগী একটি সংগঠনে পরিণত করতে দলের সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্য গড়ে তোলার আহ্বান জানানো হয়।

সভা থেকে ২১ ফেব্রুয়ারি মহান ভাষা শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস সফল করতে কর্মসূচি গ্রহণ করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে ২০ ফেব্রুয়ারি রাতে দলীয় কার্যালয়ে জমায়েত এবং দিবসের প্রথম প্রহরে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন। ২১ ফেব্রুয়ারি সকাল ৮টায় দলীয় কার্যালয় থেকে প্রভাতফেরি এবং সকাল ৯টায় দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল।

সভায় বক্তব্য রাখেন মহানগর বিএনপি নেতা কাজী সেকেন্দার আলী ডালিম, সৈয়দা নার্গিস আলী, শেখ মোশারফ হোসেন, জাফরউল্লাহ খান সাচ্চু, শেখ খায়রুজ্জামান খোকা, জলিল খান কালাম, সিরাজুল ইসলাম মেঝো ভাই, স ম আব্দুর রহমান, জাহিদুল ইসলাম, ফখরুল আলম, অ্যাডভোকেট ফজল হালিম লিটন, অধ্যক্ষ তারিকুল ইসলাম, অধ্যাপক আরিফুজ্জামান অপু, আসাদুজ্জামান মুরাদ, সিরাজুল হক নান্নু, শফিকুল আলম তুহিন, আজিজুল হাসান দুলু, অ্যাডভোকেট মঞ্জুর আহমেদ, মুজিবর রহমান, এহতেশামুল হক শাওন, নিজাম উর রহমান লালু, সাদিকুর রহমান সবুজ, জালু মিয়া, আশফাকুর রহমান কাকন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা,ফেব্রুয়ারি ১৮, ২০১৬
এমআরএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।