ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বরগুনার ৩৪ ইউনিয়নে বিএনপির চূড়ান্ত প্রার্থী যারা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৬
বরগুনার ৩৪ ইউনিয়নে বিএনপির চূড়ান্ত প্রার্থী যারা

বরগুনা: জেলার পাঁচ উপজেলায় (বরগুনা সদর-আমতলী-পাথরঘাটা-বামনা-বেতাগী) ৩৪টি ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান প্রার্থী চুড়ান্ত করেছে দলটি।

রোববার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বরগুনা জেলা বিএনপির সভাপতি মাহবুবুল আলম ফারুক মোল্লা ও সাধারণ সম্পাদক এস এম নজরুল ইসলাম বাংলানিউজকে প্রার্থী চুড়ান্ত হওয়ার তথ্য নিশ্চিত করেন।



বরগুনার ৩৪টি ইউনিয়নে বিএনপির মনোনীত প্রার্থীরা হলেন-

বরগুনা:
বরগুনার ১০টি ইউনিয়নে বিএনপির প্রার্থী হলেন - বদরখালী ইউনিয়নে মো. নজরুল ইসলাম মাতুব্বর, গৌরিচন্না ইউনিয়নে মো. রাশেদুল ইসলাম মাসুদ, ফুলঝুড়ি ইউনিয়নে মো. আবুল বাশার, কেওড়াবুনিয়া ইউনিয়নে মো. হানিফ খান, আয়লা পাতাকাটা ইউনিয়নে কে এম সাইফুল ইসলাম রিপন, বুড়িরচর ইউনিয়নে আব্দুল আজিজ শরীফ, ঢলুয়া ইউনিয়নে আবু হেনা মোস্তফা কামাল, বরগুনা সদর ইউনিয়নে মো. খায়রুল ইসলাম, এম বালিয়াতলি ইউনিয়নে মো. শহিদুল ইসলাম ফরিদ ও নলটোনা ইউনিয়নে মো. সফিকুজ্জামান মাহফুজ।

আমতলী:
আমতলীর ৭ইউনিয়নের মধ্যে একটিতে ভোটগ্রহন স্থগিত রয়েছে। বাকি ৬টি ইউনিয়নে বিএনপির প্রার্থী হলেন- গুলিশাখালী ইউনিয়নে অ্যাড. মো. জসিম উদ্দিন, কুকুয়া ইউনিয়নে মো. মতিয়ার রহমান, আঠারগাছিয়া ইউনিয়নে মো. নজরুল ইসলাম, হলুদিয়া ইউনিয়নে মো. মকবুল হোসেন, চাওড়া ইউনিয়নে মো. মহিউদ্দিন ও আড়পাঙ্গাশিয়া ইউনিয়নে মো. আবুল বাশার সিদ্দিক।

পাথরঘাটা:
পাথরঘাটা উপজেলার ৭টি ইউনিয়নে বিএনপির প্রার্থী হলেন- রায়হানপুর ইউনিয়নে মো. আবুল কালাম, নাচনাপাড়া ইউনিয়নে মো. কামরুজ্জামান মোস্তফা, চরদোয়ানি ইউনিয়নে মো. কামরুল ইসলাম, পাথরঘাটা সদর ইউনিয়নে এম মতিউর রহমান মোল্লা, কালমেঘা ইউনিয়নে বেগম নুর আফরোজ হ্যাপি, কাকচিড়া ইউনিয়নে মো. আবুল হোসেন ও কাঠালতলি ইউনিয়নে মো. হাবিবুর রহমান।

বামনা:
বামনা উপজেলার ৪টি ইউনিয়নে বিএনপি মনোনীত প্রার্থীরা হলেন- বুকাবুনিয়া ইউনিয়নে মনিরুল হক শোয়েব, বামনা সদর ইউনিয়নে মো. এনায়েত কবির হাওলাদার, রামনা ইউনিয়নে মো. জাহাঙ্গির হোসেন ও  ডৌয়াতলা ইউনিয়নে গোলাম সরোয়ার খান রুস্তম।

বেতাগী:
বেতাগী উপজেলার ৭টি ইউনিয়নে বিএনপির প্রার্থী হলেন- বিবিচিনি ইউনিয়নে মো. আনিছুর রহমান, বেতাগী সদর ইউনিয়নে মজিবর রহমান, হোসনাবাদ ইউনিয়নে মো. বেল্লাল হোসেন, মোকামিয়া ইউনিয়নে মো. মাহাবুব আলম, বুড়ামজুমদার ইউনিয়নে মো. আ. রশিদ হাওলাদার, কাজিরাবাদ ইউনিয়নে মো. আ. বারেক মোল্লা ও সরিষা মুড়ি ইউনিয়নে আলহাজ্ব মো. মিজানুর রহমান।

বাংলাদেশ সময়: ০৫০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৬
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।