ঢাকা, সোমবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

রাজনীতি

বরিশালে ছাত্রলীগ নেতার বাসায় হামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৪০, ফেব্রুয়ারি ২২, ২০১৬
বরিশালে ছাত্রলীগ নেতার বাসায় হামলা

বরিশাল: বরিশাল মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক অসিম দেওয়ানের বাসভবনে হামলা ও ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।



রোববার (২২ ফেব্রুয়ারি) রাত পৌনে ১২টার দিকে নগরের কাউনিয়া প্রথম গলির বাসায় এ ঘটনা ঘটে। ঘটনার পর রাতে ওই এলাকাসহ নগরের বেশ কিছু স্থানে হামলাকারীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে মহানগর ছাত্রলীগ।

এ বিষয়ে মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক অসিম দেওয়ান বলেন, রাতে ২০/২৫ জন দুর্বৃত্ত ধারালো ও আগ্নেয়াস্ত্র নিয়ে আমার বাসায় হানা দেয়। এসময় তারা বাইরে দাঁড়িয়ে বাসার বন্ধ দরজা-জানালায় আঘাত করে। এতে জানালার কিছু কাচ ভেঙে যায়। খবর পেয়ে পুলিশ আসার আগেই দুর্বৃত্তরা পালিয়ে যায়। এসময় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এ হামলার সঙ্গে দলীয় প্রতিপক্ষ ও মাদক ব্যবসায়ীরা জড়িত রয়েছে বলে দাবি করেন তিনি।

সোমবার সকাল সাড়ে ১০টার দিকে অসিম আরো বলেন, এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ করিনি। আইনজীবীর সঙ্গে কথা বলে যত দ্রুত সম্ভব মামলা দায়ের করবো।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে ওই এলাকার নিরাপত্তা জোরদার করে। তবে তার আগেই দুর্বৃত্তরা পালিয়ে যায়।

বাংলাদেশ সময়: ১০৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৬
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।