ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

কলারোয়ায় বিএনপি ও বিদ্রোহী প্রার্থীদের মনোনয়নপত্র ছিনতাই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৬
কলারোয়ায় বিএনপি ও বিদ্রোহী প্রার্থীদের মনোনয়নপত্র ছিনতাই ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সাতক্ষীরা: সাতক্ষীরার কলারোয়া উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিএনপি, আওয়ামী লীগের বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থীদের মনোনয়নপত্র জমাদানে বাধা, মারধর ও ছিনতাইয়ের অভিযোগ উঠেছে ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের বিরুদ্ধে।

সোমবার (২২ ফেব্রুয়ারি) মনোনয়নপত্র জমার শেষদিন সকাল থেকেই একাধিক প্রার্থীর মনোনয়নপত্র কেড়ে নেওয়ার অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে।

এ সময় মারধরের ঘটনাও ঘটেছে।

স্থানীয় দায়িত্বশীল সূত্র জানায়, সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার কয়লা ইউনিয়ন ওয়ার্কার্স পার্টির সভাপতি চেয়ারম্যান প্রার্থী শিক্ষক আব্দুর রউফ, কুশোডাঙ্গা ইউপিতে আওয়ামী লীগের চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী জাকির হোসেন, জয়নগর ইউপিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ফজলুর রহমান, সোনাবাড়িয়া ইউপিতে বর্তমান চেয়ারম্যান বিএনপি নেতা শহীদুল ইসলাম, যুগেখালী ইউপিতে বর্তমান চেয়ারম্যান ও উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক রবিউল ইসলাম, দেয়াড়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও বর্তমান চেয়ারম্যান ইব্রাহিম হোসেনসহ আরো কয়েকজন চেয়ারম্যান প্রার্থী প্রার্থীর মনোনয়নপত্র কেড়ে নিয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগ ও যুবলীগ-ছাত্রলীগের নেতাকর্মীরা।

এদের মধ্যে সোনাবাড়িয়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান বিএনপি নেতা শহীদুল ইসলামের বাড়িতে হামলা চালিয়ে তার মনোনয়নপত্র ছিনতাই করা হয়েছে বলে জানা গেছে।

এ ব্যাপারে দেয়াড়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও বর্তমান চেয়ারম্যান ইব্রাহিম হোসেন বাংলানিউজকে জানান, গতকাল তার স্ত্রী নাজমা পারভীনের মনোনয়নপত্র কেড়ে নেওয়া হয়। আজ তারটা কেড়ে নেওয়া হয়েছে। এমনকি, গণমাধ্যমে কথা বললে মারধর ও গ্রেফতারের হুমকি দেওয়া হয়েছে বলে তিনি জানান।

কয়লা ইউনিয়ন ওয়ার্কার্স পার্টির সভাপতি শিক্ষক আব্দুর রউফ বাংলানিউজকে জানান, তাকে মারধর করে মনোনয়নপত্র কেড়ে নিয়েছে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা।

তবে কলারোয়া উপজেলা নির্বাচন অফিস থেকে কিছুটা দূরত্বে এসব ঘটনা ঘটলেও পুলিশ ও নির্বাচন কর্তৃপক্ষ নিশ্চুপ রয়েছে বলে ‍অভিযোগ রয়েছে।

এ ব্যাপারে কলারোয়া উপজেলা নির্বাচন অফিসার ফরাজী বেনজির আহমেদ বাংলানিউজকে জানান, আমার জানামতে সবাই শান্তিপূর্ণ পরিবেশে মনোনয়নপত্র জমা দিচ্ছেন। বাইরের ঘটনা আমার জানা নেই।

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।