ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ইউপি নির্বাচন

পাথরঘাটায় ৩৭৯ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৬
পাথরঘাটায় ৩৭৯ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

পাথরঘাটা (বরগুনা): প্রথম ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে বরগুনার পাথরঘাটা উপজেলার ৭টি ইউনিয়নের ৩৭৯ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
 
সোমবার (২২ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে বিকেল পর্যন্ত এসব মনোনয়নপত্র জমা দেওয়া হয়।


 
রিটার্নিং কর্মকর্তাদের দেওয়া তথ্য মতে, পাথরঘাটা উপজেলায় চেয়ারম্যান পদে ৩১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। এছাড়া, সদস্য পদে ২৬৪ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ৮৪ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।  
 
এদিকে, আওয়ামী লীগ থেকে মনোনয়ন বঞ্চিত হয়ে বিদ্রোহী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আকন সহিদ, বিএনপি থেকে মনোনয়ন বঞ্চিত হয়ে কাকচিড়া ইউনিয়নের সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান বশির আহম্মেদ শিকদার মনোনয়নপত্র দাখিল করেছেন।
 
প্রথম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আগামী ২৩ ও ২৪ ফেব্রুয়ারি মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। এ ধাপে প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২ মার্চ। এসব ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে ২২ মার্চ।
 
বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৬       
এমজেড/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।