ঢাকা, সোমবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

রাজনীতি

খুলনা জেলা ছাত্রলীগ

চৈতী ও সুজন কেন্দ্রীয় সহ সভাপতি হওয়ায় অভিনন্দন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৪৪, ফেব্রুয়ারি ২৩, ২০১৬
চৈতী ও সুজন কেন্দ্রীয় সহ সভাপতি হওয়ায় অভিনন্দন চৈতী ও সুজন

খুলনা: খুলনার ডুমুরিয়া উপজেলার সন্তান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী চৈতালী হালদার চৈতী এবং খুলনা মহানগর ছাত্রলীগের সভাপতি শেখ শাহজালাল হোসেন সুজনকে ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির সহ সভাপতি নির্বাচিত করায় অভিনন্দন জানিয়েছে খুলনা জেলা ছাত্রলীগ।

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় খুলনা জেলা ছাত্রলীগের সভাপতি আরাফাত হোসেন পল্টু স্বাক্ষরিত অভিনন্দন বার্তায় ছাত্রলীগের সাংগঠনিক নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইনকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন খুলনা জেলা ছাত্রলীগ নেতারা।

একই সঙ্গে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির সকল নেতাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন খুলনা জেলা ছাত্রলীগ নেতারা।

বিবৃতিদাতারা হলেন, খুলনা জেলা ছাত্রলীগের সভাপতি আরাফাত হোসেন পল্টু ও সাধারণ সম্পাদক মুসফিকুর রহমান সাগরসহ জেলা ছাত্রলীগ নেতারা।  

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৬
এমআরএম/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।