ঢাকা, সোমবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

রাজনীতি

নড়াইলে ছাত্রদলের দুই নেতা কারাগারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:২৪, ফেব্রুয়ারি ২৯, ২০১৬
নড়াইলে ছাত্রদলের দুই নেতা কারাগারে

নড়াইল: নড়াইল জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি রাজিব আহম্মেদ ও সাধারণ সম্পাদক খন্দকার ফসিয়ার রহমানকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (২৯ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে আমলি আদালতের বিচারক হারুন-অর রশিদ এ নির্দেশ দেন।



অ্যাডভোকেট তরিকুজ্জামান লিটু বাংলানিউজকে জানান, ওই দুই ছাত্রদল নেতা দুপুরে নাশকতার মামলায় আদালতে হাজিরা দিয়ে জামিন আবেদন করেন। এসময় আদালত জামিন আবেদন না মঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বাংলাদেশ সময়: ১৪২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৯, ২০১৬
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।