ঢাকা, সোমবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

রাজনীতি

নাশকতার সাত মামলায় মিন্টুর জামিন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:১৪, ফেব্রুয়ারি ২৯, ২০১৬
নাশকতার সাত মামলায় মিন্টুর জামিন আবদুল আউয়াল মিন্টু

ঢাকা: নাশকতার সাত মামলায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ব্যবসায়ী আবদুল আউয়াল মিন্টুকে জামিন দিয়েছেন আদালত। মামলাগুলোর মধ্যে রয়েছে রাজধানীর পল্টন থানার পাঁচটি এবং রমনা ও শাহবাগ থানার একটি করে।



সোমবার (২৯ ফেব্রুয়ারি) দুপুরে ওই সাত মামলায় ঢাকার সিএমএম আদালতে আত্মসমপর্ণ করে জামিনের আবেদন জানান আবদুল আউয়াল মিন্টু।

শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মারুফ হোসেনের আদালত পল্টন থানার পাঁচটি এবং খুরশীদ আলমের আদালত রমনা ও শাহবাগ থানার দুই মামলায় জামিনের আবেদন মঞ্জুর করেন।

মিন্টুর আইনজীবী তাহেরুল ইসলাম তৌহিদ জামিন মঞ্জুরের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
জামিনের আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন প্রমুখ আইনজীবী। জামিনের বিরোধিতা করেন অতিরিক্ত পিপি শাহ আলম তালুকদার।
শুনানিতে আসামিপক্ষের আইনজীবীরা আদালতকে বলেন, আবদুল আওয়াল মিন্টু কখনো কোনো মিছিলে যাননি। এ রকম কোনো ফুটেজ পুলিশ আদালতে দেখাতে পারলে আমার তার জামিন চাইবো না। তিনি অসুস্থ। এজাহারে তার বিরুদ্ধে সুষ্পষ্ট কোনো অভিযোগ নাই। এ মামলায় অনেক আসামি জামিনে আছেন।
তারা মিন্টুর জামিন মঞ্জুরের প্রার্থনা করেন।
অপরদিকে জামিনের বিরোধিতা করে অতিরিক্ত পিপি আদালতকে বলেন, মিন্টু এজাহারভুক্ত আসামি। তিনি এসব মামলায় দীর্ঘদিন পলাতক ছিলেন।
শুনানি শেষে সবক’টি মামলায় আদালত মিন্টুর জামিন মঞ্জুর করেন।
২০১৫ সালের জানুয়ারি মাসে আওয়ামী লীগ সরকারের বর্ষপূর্তি উপলক্ষে দেশব্যাপী বিএনপির হরতাল-অবরোধে নাশকতা, গাড়ি ভাংচুর, অগ্নিসংযোগ, ড্রাইভার ও যাত্রী হত্যার চেষ্টার অভিযোগ এনে পল্টন থানায় মিন্টুর বিরুদ্ধে পাঁচটি ও রমনা থানায় একটি মামলা দায়ের করা হয়েছিল। অপর মামলাটি হয় শাহবাগ থানায় ২০১৪ সালের ডিসেম্বর মাসে।

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৯, ২০১৬
এমআই/এএসআর

** নাশকতার মামলায় মিন্টুর আত্মসমর্পণ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।