ঢাকা, সোমবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

রাজনীতি

খুলনায় শেখ সুজনকে ছাত্রলীগের সংবর্ধনা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৫৩, ফেব্রুয়ারি ২৯, ২০১৬
খুলনায় শেখ সুজনকে ছাত্রলীগের সংবর্ধনা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খুলনা: ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিতে সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় শেখ শাহজালাল হোসেন সুজনকে সংবর্ধনা দিয়েছে খুলনা মহানগর ছাত্রলীগ।

সোমবার (২৯ ফেব্রুয়ারি) বিকেলে মহানগর আ’লীগের দলীয় কার্যালয়ের সামনে এ সংবর্ধনার আয়োজন করা হয়।



সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেল।

এ সময় আরও উপস্থিত ছিলেন- সদর থানা আ’লীগের সভাপতি অ্যাডভোকেট সাইফুল ইসলাম, ২৫নং ওয়ার্ড কাউন্সিলর আলী আকবর টিপু, ২৩নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা ফয়েজুল ইসলাম টিটো, নগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক হাফেজ মো. শামীম, যুবলীগ নেতা ও সাবেক ছাত্রলীগ নেতা শফিকুর রহমান পলাশ, জেলা ছাত্রলীগের সভাপতি আরাফাত হোসেন পল্টু, কমার্স কলেজের সাবেক ভিপি শাহ জাকির প্রমুখ।

এ সময় খুলনা মহানগর ছাত্রলীগের সভাপতি শেখ শাহজালাল হোসেন সুজনকে ফুল ও ক্রেস্ট দিয়ে সংবর্ধনা জানান নেতাকর্মীরা। পরে সন্ধ্যা থেকে রাত পর্যন্ত মনোজ্ঞ সাংস্কৃতিক  অনুষ্ঠানের আয়োজ করা হয়।

এর আগে সুজন খুলনায় পৌছালে সকল ইউনিট ছাত্রলীগের নেতারা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং মোটর শোভাযাত্রার মাধ্যমে তাকে বরণ করে দলীয় কার্যালয়ে নিয়ে আসা হয়। দলীয় কার্যালয়ে পৌঁছে তিনি বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান করেন।

শেখ শাজালাল হোসেন সুজন খুলনা মহানগর ছাত্রলীগের সভাপতি। এর আগে তিনি নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় ছাত্রলীগের উপ পাঠাগার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৯, ২০১৬
এমআরএম/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।