ঢাকা, সোমবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

রাজনীতি

দিনাজপুর কলেজে ছাত্রলীগের নাম ভাঙিয়ে সন্ত্রাস, শিক্ষার্থীদের বিক্ষোভ

মাহিদুল ইসলাম রিপন, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:৩১, মার্চ ১, ২০১৬
দিনাজপুর কলেজে ছাত্রলীগের নাম ভাঙিয়ে সন্ত্রাস, শিক্ষার্থীদের বিক্ষোভ ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

দিনাজপুর: দিনাজপুর সরকারি কলেজে ছাত্রলীগের নাম ভাঙিয়ে একটি গ্রুপ চাঁদাবাজি, মাদক ব্যবসা ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে। এসব কর্মকাণ্ডের প্রতিবাদে ও জড়িতদের শাস্তির দাবিতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।



শিক্ষার্থীদের অভিযোগ, দিনাজপুর সরকারি কলেজে ছাত্রলীগের নাম ভাঙিয়ে সাব্বির আহমেদ সুজনের (কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক) গ্রুপ ক্যাম্পাস এলাকায় শিক্ষার্থীদের একসঙ্গে দেখলেই তাদের কাছ থেকে চাঁদা আদায় করছে। ক্যাম্পাস এলাকায় ইয়াবা-ফেনসিডিল বিক্রি ও সেবনসহ বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রমও দেদারছে চালাচ্ছে গ্রুপটি।

এরই ধারাবাহিকতায় সোমবার (২৯ ফেব্রুয়ারি) দুপুরে ক্লাস শেষে কলেজের মুসলিম হলের সামনে ইতিহাস বিভাগের রবিউল ও লিজা নামে প্রথম বর্ষের দু’জন শিক্ষার্থী যখন আলোচনা করছিল, তখন তাদের কাছে তিন হাজার টাকা চাঁদা দাবি করে সুজন বাহিনীর সদস্য নাজমুল, ফারুক, জয় প্রকাশসহ কয়েকজন। এর প্রতিবাদ করলে রবিউল ও তার সহপাঠীদের বেদম প্রহার করে তারা। পরে ঘটনাটি ক্যাম্পাসে ছড়িয়ে গেলে প্রতিবাদের ঝড় ওঠে।

এর প্রতিবাদে সন্ধ্যায় দিনাজপুর প্রেসক্লাবের সামনে জেলা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের উদ্যোগে মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। এর আগে, সরকারি কলেজে ছাত্রলীগ নামধারীদের কার্যক্রম বন্ধের দাবিতে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

মানববন্ধনে জেলা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের আহ্বায়ক গোবিন্দ রায় ছাত্রলীগ নামধারীদের এসব কর্মকাণ্ডের নিন্দা জানান। একইসঙ্গে তিনি অবিলম্বে এই গ্রুপটির কর্মীদের বহিষ্কার করে ঐতিহ্যবাহী ছাত্রলীগের সাংগঠনিক সুনাম রক্ষা করতে সংশ্লিষ্ঠদের দৃষ্টি আকর্ষণ করেন।

এ ব্যাপারে দিনাজপুর জেলা ছাত্রলীগের আহ্বায়ক পারভেজ আহমেদ চৌধুরী পরাগের সঙ্গে যোগাযোগ করলে তিনি বাংলানিউজকে জানান, ইতোপূর্বে যখন জেলা ছাত্রলীগের নেতৃত্বে আলাল-সেতু ভাইরা (ছাত্রলীগের আগের কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক) ছিলেন, তখন রাজুকে সভাপতি ও সুজনকে সাধারণ সম্পাদক করে একটি কমিটি গঠন করেন। এরপর আর কোনো কমিটি গঠন না হওয়ায় তারাই বর্তমানে কলেজের নেতৃত্বে আছেন। তাই এসব অভিযোগ নিয়ে আমি কোনো মন্তব্য করতে পারছি না।

তবে, ছাত্রলীগের নাম ভাঙিয়ে যারা অপরাধমূলক কর্মকাণ্ড চালাচ্ছে তাদের শাস্তি দাবি করছেন সাধারণ শিক্ষার্থীরা।

বাংলাদেশ সময়: ০১৩১ ঘণ্টা, মার্চ ০১, ২০১৬
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।