ঢাকা, সোমবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

রাজনীতি

ফেনী যুবলীগের সভাপতি দিদারুল, সম্পাদক শুসেন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩:১৮, মার্চ ৩, ২০১৬
ফেনী যুবলীগের সভাপতি দিদারুল, সম্পাদক শুসেন

ফেনী: ফেনী জেলা আওয়ামী যুবলীগের নতুন কমিটি ঘোষিত হয়েছে। এতে দাগনভূঞাঁ উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতনকে সভাপতি ও শুশেন চন্দ্র শীলকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে।


 
বুধবার (০২ মার্চ) রাতে ফেনী পাইলট হাইস্কুল মাঠে ফেনী জেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে শেষে এ কমিটি ঘোষণা করেন যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী।

জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম স্বপন মিয়াজী বাংলানিউজকে কমিটি গঠনের তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান ১০১ সদস্য বিশিষ্ট কমিটির বাকি সদস্যদের নাম পরে ঘোষণা করা হবে।
 
এদিকে, দীর্ঘ ২২ বছর পর বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ফেনীতে বুধবার বিকেলে জেলা যুবলীগের ত্রি-বর্ষিক সম্মেলন অনুষ্টিত হয়। স্মরণকালের এ যুব সমাবেশেকে কেন্দ্র জেলা যুবলীগ গত সপ্তাহব্যাপী পুরো শহরকে বর্ণাঢ্য সাজে সজ্জিত করে।

জেলা যুবলীগের আহ্বায়ক দিদারুল কবির রতনের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী।   বিশেষ অতিথি ছিলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক প্রটোকাল অফিসার আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাছিম, ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, সংরক্ষিত নারী সংসদ সদস্য জাহানারা বেগম সুরমা, জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান বিকম।

সমাবেশে আরো বক্তব্য রাখেন, আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শহীদ সেরনিয়াত, আওয়ামী লীগের চট্টগ্রাম বিভাগীয় আহ্বায়ক আতাউর রহমান, ঢাকা মহানগর উত্তর যুবলীগের সভাপতি ইসমাইল হোসেন প্রমুখ।

বাংলাদেশ সময়: ০২৫০ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৬
এসআর   

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।