ঢাকা, সোমবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

রাজনীতি

জয়পুরহাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৩৭, মার্চ ৩, ২০১৬
জয়পুরহাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গ্রেফতার হাসিবুল আলম লিটন

জয়পুরহাট: নাশকতার পাঁচ মামলার পলাতক আসামি জয়পুরহাট সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও শহর জামায়াতের আমির হাসিবুল আলম লিটনকে গ্রেফতার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা।

বৃহস্পতিবার (৩ মার্চ) সকাল ১০টার দিকে শহরের মুসলিম নগরের রাস্তায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে।



লিটনের বাড়ি জয়পুরহাট জেলা সদরের থানা রোড সংলগ্ন সাহেব পাড়ায়।

ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান জানান, ২০১৫ সালের ২২ ফেব্রুয়ারি শহরের পাঁচুর মোড়ের মুক্ত মঞ্চে ১৪ দলের শান্তি সমাবেশ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। লিটন এ ঘটনাসহ নাশকতার পাঁচ মামলার এজাহারভুক্ত আসামি। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে শহরের মুসলিম নগরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

বাংলাদেশ সময়: ১৭৩৮ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৬
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।