ঢাকা, মঙ্গলবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ২০ মে ২০২৫, ২২ জিলকদ ১৪৪৬

রাজনীতি

বগুড়ায় জাসদের আলোচনা সভা

বগুড়া করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:১৭, মার্চ ৩, ২০১৬
বগুড়ায় জাসদের আলোচনা সভা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: ২ মার্চ জাতীয় পতাকা উত্তোলন ও ৩ মার্চ স্বাধীনতার ইশতেহার পাঠের দিবস উপলক্ষে বগুড়ায় জাসদের উদ্যোগে আলোচনা সভা হয়েছে।

বৃহস্পতিবার (০৩ মার্চ) বিকেলে শহরের সাতমাথা সংলগ্ন দলীয় কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।



শহর জাসদের সাধারণ সম্পাদক হাসানুল মঞ্জুর দোদুলের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা জাসদের সহ-সভাপতি ইকবাল হোসেন খান রতন, হেলাল উদ্দিন আঙ্গুর, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুল লতিফ পশারী ববি, জাসদ নেতা নজরুল ইসলাম, মকবুল হোসেন, মুন্তাসির সুমন, শ্রমিক নেতা আশরাফ আলী, হাফিজুর রহমান খোকা, এসএম মাহবুবর রহমান প্রমুখ।

সভায় বক্তারা বলেন, ’৭১’র মহান মুক্তিযুদ্ধে অনেক আগে থেকেই তৎকালীন ছাত্রলীগ দেশের স্বাধীনতার জন্য কাজ করে যাচ্ছিল। ’৬৬’র গণআন্দোলন, ’৬৯’র গণঅভুত্থান, বঙ্গবন্ধুর নেতৃত্বে তৎকালীন ছাত্র নেতারা ২ মার্চ জাতীয় পতাকা উত্তোলন ও ৩ মার্চ স্বাধীনতার ইশতেহার পাঠের মধ্যদিয়ে স্বাধীন দেশের গোড়াপত্তন করেন।

এরপর ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে বিজয় আসে। স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠা পায়। লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীন দেশ থেকে স্বাধীনতাবিরোধী যুদ্ধাপরাধীদের বিতারিত করার সংগ্রামে সবাইকে অংশগ্রহণের আহ্বান জানান বক্তারা।

বাংলাদেশ সময়: ২১১৯ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৬
এমবিএইচ/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।