ঢাকা, মঙ্গলবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ২০ মে ২০২৫, ২২ জিলকদ ১৪৪৬

রাজনীতি

‘রাস্তায় বের হলেই লাশ’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৪৭, মার্চ ৩, ২০১৬
‘রাস্তায় বের হলেই লাশ’ আ স ম আবদুর রব

ঢাকা: দেশের বর্তমান পরিস্থিতিতে রাস্তায় বের হলেই অপহরণ, অপহরণ হলেই লাশ, লাশ হলেই পানিতে। আর ঘরে শুয়ে থাকলে সাগর-রুনী হতে হয় বলে মন্তব্য করেছেন জেএসডি সভাপতি ডাকসুর সাবেক ভিপি আ স ম আবদুর রব।



বৃহস্পতিবার (০৩ মার্চ) বিকেলে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে পতাকা উত্তোলন দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পদত্যাগ করে ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিল্পী-সাহিত্যিক, সাংবাদিক ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে একটি অন্তবর্তীকালীন সরকার গঠন করে নির্বাচন দেওয়ার আহ্বান জানান রব।

স্বাধীনতার ইতিহাস বিকৃত নয়, চুরি হয়ে যাচ্ছে এমন মন্তব্য করে তিনি বলেন, ১০০ বছর পর হলেও কেউ না কেউ সঠিক ইতিহাস লিখবেন।

সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, মাহমুদুর রহমানকে রাষ্ট্রদ্রোহ মামলা দিয়ে আটকে রেখেছেন। দুই বছর পার হয়ে গেলো তিনি কি রাষ্ট্রদ্রোহিতা করেছেন সেটা প্রমাণ করতে পারলেন না।

আলোচনা সভায় আরো বক্তব্য দেন মুক্তিযুদ্ধের সংগঠক শাজাহান সিরাজ, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, লেখক ও সাংবাদিক আবু সাঈদ খান, সাবেক সংসদ সদস্য আব্দুল মতিন হিরু, মুক্তিযুদ্ধের সংগঠক ও রাজনীতিক রাবেয়া সিরাজ প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১৪৮ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৬
এইচআর/এফবি/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।