ঢাকা, মঙ্গলবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২, ২০ মে ২০২৫, ২২ জিলকদ ১৪৪৬

রাজনীতি

‘দেশে বিচারহীনতার সংস্কৃতি চলছে’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:২৪, মার্চ ৬, ২০১৬
‘দেশে বিচারহীনতার সংস্কৃতি চলছে’ বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ / ফাইল ফটো

ঢাকা: দেশে বর্তমানে বিচারহীনতার সংস্কৃতি চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ।

রোববার (৬ মার্চ) বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল আয়োজিত আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।



তিনি বলেন, বাংলাদেশের বিচার বিভাগ নাকি স্বাধীন। অথচ প্রধান বিচারপতিকে যেভাবে অপমান করা হয়েছে, তা দেশের ইতিহাসে আগে কখনো হয়নি। প্রধান বিচারপতির নিন্দা করে ও তাকে হেয় করে যারা বক্তব্য দিয়েছে, তাদের বিচার দেখতে চায় জনগণ। তাদের গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে। এ দেশের মানুষ আর এসব অবিচার মেনে নেবে না।

বাংলাদেশে এখন বিচারহীনতার সংস্কৃতি চলছে মন্তব্য করে বিএনপির এই নেতা বলেন, বিএনপির অনেক নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে, অনেককে গুম করা হচ্ছে।

নিজ দলের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, যারা আন্দোলনে রাজপথে থাকেন না, কিন্তু টেলিভিশন টক শো’তে থাকেন, তারাই দলে সামনে সারিতে থাকেন। কিন্তু এখন আর তা হবে না, রাজপথের আন্দোলনে থাকতে হবে। তবেই শেখ হাসিনার দুঃশাসন থেকে মুক্তি মিলবে।

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রফিকুল ইসলাম মাহাতাব।

আরো উপস্থিত ছিলেন- ঢাকা মহানগরের মৎস্যজীবী দলের নেতা সেলিম মিয়া, হাবিবুল হক হাবিব, সাবেক ছাত্রদল নেতা আবুল কালাম, সাবেক ছাত্রদল নেতা নুরুল হক মোল্লা প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, মার্চ ৬, ২০১৬
ইউএম/এমএস/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।