ঢাকা, মঙ্গলবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২, ২০ মে ২০২৫, ২২ জিলকদ ১৪৪৬

রাজনীতি

আন্তর্জাতিক নারী দিবস

নারীর উন্নয়নে নেতাকর্মীদের আন্তরিক হওয়ার আহবান

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:১৭, মার্চ ৭, ২০১৬
নারীর উন্নয়নে নেতাকর্মীদের আন্তরিক হওয়ার আহবান ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: নারী সমাজের উন্নয়ন ও কল্যাণে আন্তরিকভাবে কাজ করার জন্য দলের সব নেতাকর্মীর প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সোমবার (০৭ মার্চ) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এ আহ্বান জানান।



বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক নারী দিবস একটি অত্যন্ত তাৎপর্যময় দিন। বিশ্বব্যাপী নারী জাগরণ সৃষ্টি এবং নারী সমাজের কল্যাণে সবাইকে উদ্বুদ্ধ করতে এ দিবসটি পালিত হয়। বাংলাদেশে এ দিবসটির গুরুত্ব অপরিসীম। আমাদের জনসংখ্যার অর্ধেক নারী। তাই নারী সমাজের অগ্রগতি সাধিত হলে মানব প্রগতির সর্বাধিক বিকাশ সম্ভব হবে।

সামাজিক ও রাষ্ট্রীয় কর্মকাণ্ডে নারীর অধিকতর অংশগ্রহণ নিশ্চিত করতে প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেওয়া পদক্ষেপের কথা উল্লেখ করে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিএনপি সরকারে থাকতে এ দেশের নারী সমাজের উন্নয়নে ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করেছে। নারী সমাজের অশিক্ষার অন্ধকার ঘুঁচিয়ে শিক্ষার ব্যাপক প্রসারের জন্য অনেক কার্যকর উদ্যোগ নিয়েছে। ফলে নারীর ক্ষমতায়ন এবং উন্নয়নের মূল স্রোতধারায় সম্পৃক্ত করার কারণে তাদের মধ্যে আত্মবিশ্বাস জেগে উঠে। একই সঙ্গে তারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার পথ খুঁজে পেয়েছে।

এসময় বাংলাদেশসহ বিশ্বের সব নারীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান খালেদা জিয়া।

বাংলাদেশ সময়: ১২১৭ ঘণ্টা, মার্চ ০৭, ২০১৬
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।