ঢাকা, মঙ্গলবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ২০ মে ২০২৫, ২২ জিলকদ ১৪৪৬

রাজনীতি

কাউন্সিল উপলক্ষে বিএনপির উপ-কমিটির প্রস্তুতি সভা

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৩৯, মার্চ ৭, ২০১৬
কাউন্সিল উপলক্ষে বিএনপির উপ-কমিটির প্রস্তুতি সভা

ঢাকা: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় কাউন্সিল-২০১৬ উপলক্ষে প্রকাশনা উপ-কমিটির চতুর্থ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (০৭ মার্চ) বেলা ১টায় রাজধানীর পুরান‍া পল্টনের জামান টাওয়ার কনফারেন্স হলে এ সভা অনুষ্ঠিত হয়।



সভায় সভাপতিত্ব করেন প্রকাশনা উপ-কমিটির আহবায়ক আবদুল্লাহ আল নোমান।

প্রস্তুতি সভায় বিএনপির জাতীয় সম্মেলন ও কাউন্সিল উপলক্ষে প্রকাশনা বিষয়ের কার্যক্রমকে দ্রুত সম্পন্ন করার পদক্ষেপ নেওয়া হয়।

সভায় মোশাররফ আহমেদ ঠাকুর, শাহজাহান মিয়া সম্রাট, জাহাঙ্গীর আলম মিন্টু, মোহাম্মদ রেদুয়ান হোসেন, ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, আলহাজ্ব মনিরুজ্জামান মনির, ড. রিজিয়া জুবেল, আবুল কালাম আজাদ, মফিদুল ইসলাম মোহন, মঞ্জুর রহমান মিনার, মাহবুবুল আলম ফরহাদ, আবদুল আলিম খোকন, মনির হোসেন আশরাফী, মো. শামসুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, মার্চ ০৭, ২০১৬
আরএইচএস/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।