ঢাকা, বুধবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২, ২১ মে ২০২৫, ২৩ জিলকদ ১৪৪৬

রাজনীতি

পৌর নির্বাচন

সোনাগাজীতে সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা বিএনপির

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৩৬, মার্চ ১৯, ২০১৬
সোনাগাজীতে সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা বিএনপির ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফেনী: ফেনীর সোনাগাজী পৌরসভা নির্বাচনে সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করেছে উপজেলা বিএনপি।

শনিবার (১৯ মার্চ) সকালে ফেনী শহরের চায়না টাউন চাইনিজ রেস্টুরেন্টে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ শঙ্কার কথা জানান বিএনপির নেতারা।



সংবাদ সম্মেলনে বিএনপি নেতারা অভিযোগ করেন, সরকারদলীয় নেতাকর্মীরা বিএনপির নেতাকর্মী ও সাধারণ ভোটারদের হুমকি দিচ্ছেন।

বক্তারা আইন-শৃঙ্খলা বাহিনীর নিরপেক্ষ অবস্থান নিশ্চিত করতে প্রশাসনের প্রতি দাবি জানান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, সোনাগাজী উপজেলা বিএনপির সভাপতি গিয়াস উদ্দিন, সাবেক সভাপতি আলাউদ্দিন গঠন, সাংগঠনিক সম্পাদক আমির উদ্দিন দোলন, পৌর বিএনপির সভাপতি ভিপি আবুল মোবারক দুলালসহ, সাবেক সভাপতি জয়নাল আবদীন বাবলুসহ উপজেলা বিএনপির নেতাকর্মীরা।

বাংলাদেশ সময়: ১৭৩৭ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।