ঢাকা, শুক্রবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৮ জুলাই ২০২৫, ২২ মহররম ১৪৪৭

রাজনীতি

মুজিব-হাসিনার সংবিধান বাংলাদেশে আর চলবে না: নাহিদ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:৪২, জুলাই ১৭, ২০২৫
মুজিব-হাসিনার সংবিধান বাংলাদেশে আর চলবে না: নাহিদ মানিকগঞ্জের ভাষা শহীদ রফিক সৃতিস্তম্ভের পাদদেশে পথসভায় বক্তব্য দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বিচার, সংস্কার ও নতুন সংবিধান করতে হবে, হাসিনা আর মুজিবের সংবিধান বাংলাদেশে আর চলবে না। নতুন সংবিধান, জনগণের সংবিধান, ইনসাফের সংবিধান লাগবে, মানবিক মর্যাদার সংবিধান লাগবে।

বৃহস্পতিবার (১৭ জুলাই) রাত ৯টার দিকে মানিকগঞ্জের ভাষা শহীদ রফিক সৃতিস্তম্ভের পাদদেশে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, আমাদের যে সংসদ রয়েছে, সেটাকে দুই কক্ষ বিশিষ্ট করতে হবে এবং উচ্চ কক্ষে পিআর সিস্টেম করতে হবে। ভোটের মাধ্যমে উচ্চকক্ষ করতে হবে, কারণ যাতে ক্ষমতার ভারসাম্য তৈরি হয়।

এনসিপির আহ্বায়ক আরও বলেন, আমাদের দেশে একজন ব্যক্তি থাকেন প্রধানমন্ত্রী, তার কাছেই সকল ক্ষমতা, তাকে প্রশ্ন করার কেউ থাকে না। গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশে এমন কোনো প্রধানমন্ত্রী চাইব না, যার কাছে সকল ক্ষমতা থাকে। সেই সংস্কারের প্রতিটি পদক্ষেপে পদে পদে বাধা তৈরি হচ্ছে, কিছু কিছু ক্ষেত্রে অনেক রাজনৈতিক দল একাত্মতা প্রকাশ করেন।

তিনি বলেন, মানিকগঞ্জে কয়েকজন শহীদ হয়েছেন, আমরা যদি গণহত্যার বিচার করতে না পারি তবে তাদের সামনে কীভাবে দাঁড়াব। যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তাদের এখনো গ্রেপ্তার করতে পারে নাই। এখন আবার সেই আসামিরা আমাদের ওপর হামলা করে। নতুন রাষ্ট্রকাঠামো করতে গিয়ে যদি হামলা করে তবে আমরাই সবার আগে ঢাল হয়ে দাঁড়াব, যেমনটা গণঅভ্যুত্থানে আমরা দাঁড়িয়েছিলাম।

নাহিদ আরও বলেন, আমরা জানি আপনাদের সমস্যা কী, বাংলাদেশের সমস্যা কী, আমরা সেই মূল সমস্যা চিহ্নিত করছি। আমরা বলছি না গণঅভ্যুত্থানে পর তিন মাসের মধ্যে একটা নির্বাচন দিয়ে দেন। আমরা বলেছি নির্বাচনের প্রয়োজন আছে, এর আগে সংস্কার লাগবে, বিচার করতে হবে।

তিনি বলেন, আন্দোলনে সংগ্রামে মানিকগঞ্জ একধাপ এগিয়ে থাকে কিন্তু উন্নয়নে দুই ধাপ পিছিয়ে থাকে। আমরা সেই বন্দোবস্তের পরিবর্তন ঘটাতে চাই। আপনাদের বেড়িবাঁধ, সেতু, রাস্তাঘাটের দাবি রযেছে। এনসিপি পাঁচ মাসের একটি রাজনৈতিক দল সব দাবি পূরণ করে দেবে এমন নয়। তথাকথিত রাজনৈতিক দলের রাজনীতিবিদদের মতো মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে যাব না।

নাহিদ বলেন, একটি গোষ্ঠী বলার চেষ্টা করছে, পদযাত্রা না, ‘মার্চ টু গোপালগঞ্জ’ বলেছি, সেই কারণেই নাকি সন্ত্রাসী হামলা হয়েছে। অনেকেই বলার চেষ্টা করছে আমরা কেন গোপালগঞ্জ গেছি, কেন সেখানে যাওয়া কি বারণ? গোপালগঞ্জ কি শুধু আওয়ামী লীগের ঘাঁটি থাকবে? আমরা ঘোষণা দিয়েছি, ওই জেলার প্রতিটি গ্রামে আমরা যাব এবং কর্মসূচি করব। প্রতিটি ঘরে ঘরে যাবে এনসিপি, কোনো ভয়ভীতি প্রদর্শন করে নয়, ভালোবাসা দিয়ে যাবে।

পথসভায় আরও উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আক্তার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী, উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা ও দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহসহ অন্যান্য কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।