ঢাকা, বুধবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২, ২১ মে ২০২৫, ২৩ জিলকদ ১৪৪৬

রাজনীতি

পৌর নির্বাচন

সোনাগাজীতে আচরণবিধি লঙ্ঘন করায় ১৭ জনের জরিমানা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৫৬, মার্চ ২২, ২০১৬
সোনাগাজীতে আচরণবিধি লঙ্ঘন করায় ১৭ জনের জরিমানা

ফেনী: ফেনীর সোনাগাজীতে পৌরসভা নির্বাচনে ভোটকেন্দ্রে প্রভাব বিস্তারের অভিযোগে ১৭ জনের কাছ থেকে ১ লাখ ৪৭ হাজার টাকা জরিমানা আদায় করেছেন জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট।

রোববার (২০ মার্চ) সকাল থেকে বিকেল ৩টা পর্যন্ত পৌর শহরের বিভিন্ন ভোটকেন্দ্রে অভিযান চালিয়ে এসব জরিমানা আদায় করেন সিনিয়র জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী।


 
তিনি বাংলানিউজকে জানান, পৌর শহরের বিভিন্ন কেন্দ্রে বহিরাগতরা  প্রভাব বিস্তার করছে, এমন খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে এসব জরিমানা আদায় করা হয়। জরিমানাকৃত ব্যক্তিদের মধ্যে রয়েছেন সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী শাহানারা বেগম, তার সহযোগী রাকিব, নাজমাসহ ১৭ জন।

বাংলাদেশ সময়: ১৫৪৭ ঘণ্টা, মার্চ ২০, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।