ঢাকা, বুধবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২, ২১ মে ২০২৫, ২৩ জিলকদ ১৪৪৬

রাজনীতি

পৌরসভা নির্বাচন

রংপুরে আ’লীগের প্রার্থী বিজয়ী

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:১২, মার্চ ২২, ২০১৬
রংপুরে আ’লীগের প্রার্থী বিজয়ী

রংপুর: রংপুরের হারাগাছ পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হাকিবুব রহমান মাস্টার (নৌকা প্রতীক) ১২ হাজার ১৬৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী মোনায়েম হোসেন ফারুক (ধানের শীষ প্রতীক) পেয়েছেন ১১ হাজার ৮৮ ভোট।



রোববার (২০ মার্চ) সকাল ৮টা থেকে ২০টি কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে চলে।

নির্বাচন কর্মকর্তা জিএম সাহাতাব উদ্দিন ফলাফলের তথ্য বাংলানিউজকে জানিয়েছেন।

এদিকে বিএনপি মনোনীত প্রার্থী মোনোয়েম হোসেন ফারুক অভিযোগ করেন, ভোট কারচুপির মাধ্যমে তার বিজয় ছিনিয়ে নেওয়া হয়েছে এবং আওয়ামী লীগের কর্মীরা প্রভাব বিস্তার করে ৪টি কেন্দ্রের ব্যালট পেপার চিনিয়ে নিয়েছে।

বাংলাদেশ সময়: ২৩৩৫ ঘণ্টা, মার্চ ২০, ২০১৬
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।