গোপালগঞ্জ: চতুর্থ ধাপে অনুষ্ঠিতব্য গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বাটিকামারী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন।
হাইকোর্টের নিদের্শের পরিপ্রেক্ষিতে শুক্রবার (০৬ মে) নির্বাচন স্থগিতের নিদের্শ দেয় নির্বাচন কমিশন।
জেলা নির্বাচন অফিস সূত্র জানায়, বাটিকামারী ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিতে যান প্রার্থী রিনা বেগম। কিন্তু সঠিক সময়ে না আসার কারণ দেখিয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা তার মনোনয়নপত্র জমা নেননি। ফলে তিনি প্রার্থিতা পেতে হাইকোর্টে রিট আবেদন করেন।
শুনানি শেষে বৃহস্পতিবার (০৫ মে) হাইকোর্ট তাকে প্রার্থী করার আদেশ দেন। ফলে নির্বাচন কমিশন শুক্রবার ওই ইউপির নির্বাচন স্থগিত করে।
জেলা নির্বাচন কর্মকর্তা ওহিদুজ্জামান মুন্সী স্থগিত করার বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, শনিবার (০৭ মে) ওই ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
বাংলাদেশ সময়: ১৪২৬ ঘণ্টা, মে ০৬, ২০১৬
এসআর