ঢাকা, সোমবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৬ মে ২০২৫, ২৮ জিলকদ ১৪৪৬

রাজনীতি

‘মানুষ পুড়িয়ে মারার দায়ে খালেদার ফাঁসি হওয়া উচিৎ’

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:১৬, মে ৮, ২০১৬
‘মানুষ পুড়িয়ে মারার দায়ে খালেদার ফাঁসি হওয়া উচিৎ’

ঢাকা: পেট্রোল বোমা ও আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারার অপরাধে  বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ফাঁসি হওয়া উচি‍ৎ বলে মনে করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

 

রোববার (০৮ মে) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে ১৪ দল আয়োজিত এক গণসমাবেশে তিনি এ মন্তব্য করেন।

ইনু বলেন, মানুষ হত্যার দায়ে জামায়াত নেতা নিজামীর যদি ফাঁসি হয়, তাহলে মানুষ পুড়িয়ে মারার দায়ে খালেদা জিয়ার বিচার ও ফাঁসি হওয়া উচিৎ।

‘জামায়াত একটি সন্ত্রাসী সংগঠন। বিএনপি এই জামায়াতকে সঙ্গে নিয়ে দেশে সন্ত্রাস, আগুন যুদ্ধ, গুপ্তহত্যা চালাচ্ছে। এ সবই খালেদা জিয়ার ছাতার তলে থেকে হচ্ছে,’ অভিযোগ করেন জাসদ সভাপতি হাসানুল হক ইনু।

তিনি বলেন, এই গুপ্তহত্যা, সন্ত্রাস বন্ধ করতে হলে মানুষ পুড়িয়ে মারার অপরাধে খালেদা জিয়ার বিচার করতে হবে এবং রাজনীতি থেকে খালেদা জিয়াকে উৎখাত করতে হবে।

সমাবেশে ১৪ দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১১২ ঘণ্টা, মে ০৮, ২০১৬
এসকে/আরআইএস/এমএ    

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।