ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সাতক্ষীরায় গোপন বৈঠক থেকে ৭ শিবিরকর্মী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৬ ঘণ্টা, মে ১১, ২০১৬
সাতক্ষীরায় গোপন বৈঠক থেকে ৭ শিবিরকর্মী আটক

সাতক্ষীরা: সাতক্ষীরায় এমএলএম কোম্পানি তিয়ানশি’র কার্যালয়ে গোপন বৈঠককালে সাত শিবিরকর্মীকে আটক করেছে পুলিশ।

বুধবার (১১ মে) দুপুরে সাতক্ষীরা শহরের কামালনগরের আবু বক্কর সিদ্দিকের ভাড়া বাড়ি থেকে তাদের আটক করা হয়।

 

আটককৃতরা হলেন, হাফিজুল ইসলাম, মফিজুল ইসলাম, আবুল বাসার, আবুল কালাম, হাফিজুর, খায়রুল ও নাজমুল হোসাইন।  

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে কামালনগরের আবু বক্কর সিদ্দিকের ভাড়া বাড়িতে তিয়ানশির কার্যালয়ে অভিযান চালানো হয়। এ সময় সেখানে শিবিরের সাতজনকে আটক করা হয়।  

তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানা ওসি।

বাংলাদেশ সময়: ১৪১২ ঘণ্টা, মে ১১, ২০১৬
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।