ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

কমলনগরে ইউপি চেয়ারম্যানের ওপর হামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩৭ ঘণ্টা, মে ১২, ২০১৬
কমলনগরে ইউপি চেয়ারম্যানের ওপর হামলা

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর লরেন্স ইউনিয়ন পরিষদের (ইউপি) বর্তমান চেয়ারম্যান ও আসন্ন নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী মোশারফ হোসেন খোকনের ওপর করেছে আওয়ামী লীগ প্রার্থীর ছেলে।

 

বুধবার (১১ মে)  সন্ধ্যায় উপজেলার করইতলা বাজারে এ ঘটনা ঘটে।

এ সময় খোকনের স্ত্রীকেও লাঞ্ছিত করা হয়।

স্থানীয়রা জানায়, সন্ধ্যায় খোকন স্ত্রীসহ করইতলা বাজারে একটি ফার্মেসিতে বসে ছিলেন। এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ওই ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী নুরুল আমিন মাস্টারের ছেলে স্থানীয় যুবলীগ নেতা মো.সোহেল লোকজন দিয়ে খোকনের ওপর হামলা  চালায়। এ সময় বাঁধা দিতে গেলে তার স্ত্রীকেও লাঞ্ছিত করে সোহেল।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা করায়।

এ ব্যাপারে অভিযুক্ত সোহেল বাংলানিউজকে বলেন, তার সঙ্গে খোকনের কথা কাটাকাটি হয়েছে। তবে হামলার ঘটনা সত্য নয়।

বাংলাদেশ সময়: ০২৩৩ ঘণ্টা, মে ১১, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।