ঢাকা, সোমবার, ১২ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৬ মে ২০২৫, ২৮ জিলকদ ১৪৪৬

রাজনীতি

রংপুরে হরতালে মাঠে নেই জামায়াত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:১১, মে ১২, ২০১৬
রংপুরে হরতালে মাঠে নেই জামায়াত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রংপুর: রংপুরে হরতালে মাঠে দেখা যায়নি জামায়াতকে। তারপরও ঢিলোঢালাভাবে পালিত হচ্ছে জামায়াতের হরতাল।

মঙ্গলবার (১১ মে) রাতে জামায়াতের আমির মতিউর রহমান নিজামীকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার প্রতিবাদে হরতালসহ তিনদিনের কর্মসূচির ঘোষণা দিয়েছে জামায়াত।

বৃহস্পতিবার (১২ মে) ভোর ৫টা থেকে শুক্রবার (১৩ মে) সকাল ৫টা পর্যন্ত দেশব্যাপী ২৪ ঘণ্টার হরতাল পালন করছে জামায়াত।

নাশকতা ঠেকাতে রংপুর মহানগরীর বিভিন্ন স্থানে নিয়মিত পুলিশি অভিযান চালানো হচ্ছে।  

এদিকে রংপুর নগরীর বাস টার্মিনাল থেকে অল্পকিছু দূরপাল্লার বাস ছেড়ে গেছে। তবে লোকাল যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

সকাল থেকে অফিস, আদালত, ব্যবসা ও শিক্ষা প্রতিষ্ঠান স্বাভাবিক নিয়মে খুলেছে।  

রংপুর জেলা ও উপজেলাগুলোতে জামায়াত মিছিল মিটিং করার কোনো খবর পাওয়া যায়নি।

নগরীর কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

পুলিশ, বিজিবি, র‌্যাবসহ আইনশৃঙ্খলার বাহিনী টহল জোরদার রয়েছে।  

বাংলাদেশ সময়: ১০০৯ ঘণ্টা, মে ১২, ২০১৬
আরবি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।