ঢাকা, সোমবার, ১২ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৬ মে ২০২৫, ২৮ জিলকদ ১৪৪৬

রাজনীতি

মনোহরগঞ্জে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:২৪, মে ১৩, ২০১৬
মনোহরগঞ্জে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

কুমিল্লা: কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় সরেশপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড যুবলীগের সাবেক সভাপতি জাহাঙ্গীর হোসেনকে (৩৩)  কুপিয়ে হত্যা করেছে দুবৃর্ত্তরা।  

শুক্রবার (১৩ মে) সকাল ১০টার দিকে জাহাঙ্গীর হোসেনকে কুপিয়ে আহত করা হয়।

বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।  

নিহত জাহাঙ্গীর হোসেন উপজেলার সরেশপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের দক্ষিণ বাতাবাড়িয়া গ্রামের আহসান উল্লাহর ছেলে।  

স্থানীয় সূত্র জানায়, গত বছর এ এলাকায় একটি রাস্তার নির্মাণ কাজ হয়েছিল। সেই কাজের বিষয় নিয়ে তর্কাতর্কির জের ধরে সকালে জাহাঙ্গীর হোসেনকে কুপিয়ে গুরুতর আহত করে স্থানীয় কয়েকজন যুবক। পরে বিকেলে স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।  

মনোহরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল ভট্ট বাংলানিউজকে জানান, মরদেহ থানায় আনা হয়েছে। শনিবার সকালে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতাল মর্গে পাঠানো হবে। এ ঘটনায় এখনো মামলা হয়নি।  

বাংলাদেশ সময়: ২০২৩ ঘণ্টা, মে ১৩, ২০১৬
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।